বিজেপির নির্দেশ মানছে কমিশন, আধিকারিক বদলের প্রশ্নে উষ্মা প্রকাশ মমতার

আজ বিকেল: বিজেপি নেতাদের কথামতো আধিকারিকদের বদলে দিল নির্বাচন কমিশন। এটা নিঃসন্দেহে পক্ষপাতদুষ্ট আচরণ। নির্বাচন কমিশনের কাজে প্রতি শ্রদ্ধা রেখেই কড়া চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এভাবে জরুরি ভিত্তিতে আধিকারিক বদল হল, অথচ নতুন নিযুক্ত আধিকারিকদের প্যানেলের জন্য কোনও নাম রাজ্যের কাছে চায়নি কমিশন। যাঁদের সরিয়ে দেওয়া হল, তাঁরা দক্ষ প্রশাসক এবং এলাকা

বিজেপির নির্দেশ মানছে কমিশন, আধিকারিক বদলের প্রশ্নে উষ্মা প্রকাশ মমতার

আজ বিকেল: বিজেপি নেতাদের কথামতো আধিকারিকদের বদলে দিল নির্বাচন কমিশন। এটা নিঃসন্দেহে পক্ষপাতদুষ্ট আচরণ। নির্বাচন কমিশনের কাজে প্রতি শ্রদ্ধা রেখেই কড়া চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এভাবে জরুরি ভিত্তিতে আধিকারিক বদল হল, অথচ নতুন নিযুক্ত আধিকারিকদের প্যানেলের জন্য কোনও নাম রাজ্যের কাছে চায়নি কমিশন। যাঁদের সরিয়ে দেওয়া হল, তাঁরা দক্ষ প্রশাসক এবং এলাকা নাড়িনক্ষত্রও তাঁদের নখদর্পণে। অথচ নতুনরা এলাকাই ভাল করে চেনেন না। এবার যদি নির্বাচনকে কেন্দ্র করে কোনও অশান্তি বাধে আর নবনিযুক্ত আধিকারিকরা তা সামাল দিতে না পারে, তবে সেই দায়ভার কি কমিশন নেবে? এতবড় একটা রদবদল হয়ে গেল অথচ রাজ্যের তরফে কেউ কিছু জানতেই পারল না। বোঝাই  যাচ্ছে বিজেপির মত নিয়ে এসব করা হচ্ছে।

উল্লেখ্য, পুলিশ পর্যবেক্ষকের দেওয়া রিপোর্টের ভিত্তিতে শুক্রবার রাজ্যের চার পুলিশ কর্তাকে বদল করল নির্বাচন কমিশন। এই তালিকায় রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা, বিধাননগরের কমিশনার জ্ঞানবন্ত সিং। পাশাপাশি বীরভূম ও ডায়মন্ড হারবারের পুলিশ সুপারদেরও সরিয়ে দেওয়া হয়েছে। অনুজ শর্মার জায়গায় এসেছেন রাজেশ কুমার ও জ্ঞানবন্ত সিংয়ের জায়গায় রমেশবাবু। কমিশনকে লেখা চিঠিতে মমতা জানতে চেয়েছেন, কায়েমি স্বার্থ রক্ষার্থেই কি এই রদবদল। যদিও কমিশনের দাবি, আধিকারিক বদলের আগে মুখ্যসচিবকে জানানো হয়েছে। তবে সংবিধান অনুযায়ী এই বদল মেনে নিতে বাধ্য রাজ্যসরকার।

এরপরেই দিলীপ ঘোষ জানান, অপেক্ষা করুন, আরও বদলি হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *