বীরভূমের সমস্ত বুথে নতুন করে ভোট করানোর দাবি বিজেপি

কলকাতা: চতুর্থ দফার নির্বাচনে অখুশি বিজেপি৷ কমিশনে গিয়ে অভিযোগ বিজেপি নেতৃত্বের৷ প্রয়োজনে সব বুথে নতুন করে ভোট করানোর আর্জি গেরুয়া শিবিকের৷ কেন্দ্রীয় বাহিনীকে সঠিক ভাবে কাজে লাগানো হয়নি বলেও কমিশনে নালিশ জানিয়ে আসেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার৷ এদিন কমিশনে অভিযোগ জানানোর পর জয়প্রকাশ মজুমদার সংবাদমাধ্যমে বলেন, ‘‘আজ বীরভূমে সন্ত্রাস করছে তৃণমূল৷ কোথায় সুস্থ ভাবে ভোট

বীরভূমের সমস্ত বুথে নতুন করে ভোট করানোর দাবি বিজেপি

কলকাতা: চতুর্থ দফার নির্বাচনে অখুশি বিজেপি৷ কমিশনে গিয়ে অভিযোগ বিজেপি নেতৃত্বের৷ প্রয়োজনে সব বুথে নতুন করে ভোট করানোর আর্জি গেরুয়া শিবিকের৷ কেন্দ্রীয় বাহিনীকে সঠিক ভাবে কাজে লাগানো হয়নি বলেও কমিশনে নালিশ জানিয়ে আসেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার৷

এদিন কমিশনে অভিযোগ জানানোর পর জয়প্রকাশ মজুমদার সংবাদমাধ্যমে বলেন, ‘‘আজ বীরভূমে সন্ত্রাস করছে তৃণমূল৷ কোথায় সুস্থ ভাবে ভোট হয়নি৷ আমরা বলে এসেছি, প্রয়োজনে বীরভূমের সব বুথে নতুন করে ভোট নেওয়া হোক৷’’

সোমবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা বীরভূমে৷ কোথায় চলল গুলি, কোথায় আবার লাঠিসোটা নিয়ে রাস্তায় স্থানীয় বাসিন্দারা৷ কোথায় আবার তৃণমূল-বিজেপি সংঘর্ষ৷ এদিন বেলা বাড়তেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে নানুরে৷ লাঠি হাতে বেরিয়ে পড়েন স্থানীয় মহিলারা৷ অভিযোগ, ভোটের আগের দিন থেকেই বিজেপি সমর্থকদের বাড়িতে ঢুকে হুমকি, শাসানি দিয়ে গিয়েছেন তৃণমূল নেতা-কর্মীরা। মারধর করা হয়েছে বলেও অভিযোগ। এরই প্রতিবাদে আজ সোমবার ভোটের দিন বিজেপি সমর্থকরা লাঠিসোটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। তৃণমূল কর্মীদের বাড়িতেও বিজেপি কর্মী-সমর্থকরা হামলা চালিয়ে, ভাঙচুর শুরু করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ওই গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এখনও গোটা গ্রামে উত্তেজনা রয়েছে।

বীরভূমের দুবরাজপুরে বুথে গুলি চালানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ওই বুথের ভিতরে মোবাইল রাখা ঘিরে উত্তেজনা ছড়ায়। বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে বচসা, হাতাহাতি শুরু হয়। অবস্থা হাতের বাইরে চলে যাচ্ছে দেখে শূন্যে গুলি চালান এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তার জেরে কিছুক্ষণের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যাহত হয়।বন্ধ করা হয় ভোটগ্রহণ।যদিও গুলি চালনা প্রসঙ্গে কমিশের সাফাই, আত্মরক্ষায় গুলি চালানো হয়। কমিশনের তরফে আরও জানানো হয়েছে, প্রথমে বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় গ্রামবাসীরা। তার পরই আত্মরক্ষার জন্য গুলি চালায় বাহিনী। ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বীরভূম কেন্দ্রের নলহাটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ হাবিসপুরের বুথে তৃণমূল-বিজেপি সংঘর্ষে মাথা ফাটল এক বিজেপি কর্মীর। দু’দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মারপিট, হাতাহাতি শুরু হয়ে যায় দু’পক্ষের। উত্তেজনা ছড়িয়ে পড়তেই লাঠিচার্জ করে দু’দলের কর্মী-সমর্থকদের ছত্রভঙ্গ করে৷ বীরভূমের বিভিন্ন বুথে ইভিএম খারাপের অভিযোগ তুললেন জেলার বিজেপি নেতা দুধকুমার মণ্ডল। এমনকি, তিনি নিজেও ভোট দিতে গিয়ে দেখেন ইভিএম খারাপ। ফলে তাঁকে ভোট না দিয়েই ফিরে আসতে হয়। তবে তাঁর বিরুদ্ধেও অভিযোগ, বুথের মধ্যে মোবাইল নিয়ে ঢুকেছিলেন। পরে কমিশন জানিয়েছে, মোবাইল নিয়ে বুথের মধ্যে ঢোকার অভিযোগে দুধকুমার মণ্ডলকে শো-কজ করা হয়৷ পরে দায়ের করা হয় এফআইআর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *