‘রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপি’

কলকাতা: জোড়া সভার মধ্যে দিয়েই শুরু হয়ে গেল বিজেপির লোকসভা নির্বাচনের প্রচার। ২০২১ সালে রাজ্যে ক্ষমতাসীন হওয়ার অঙ্গীকার করল বিজেপি। বুধবার মঞ্চে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির তাবড় নেতারা৷ ২জন মন্ত্রী, ৪জন সাংসদ সহ এবারের ৩২ জন প্রার্থী উপস্থিত ছিলেন মঞ্চে৷ এদিন মঞ্চ থেকে মমতাকে তীব্র ভাষায় আক্রমন করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,

‘রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপি’

কলকাতা: জোড়া সভার মধ্যে দিয়েই শুরু হয়ে গেল বিজেপির লোকসভা নির্বাচনের প্রচার। ২০২১ সালে রাজ্যে ক্ষমতাসীন হওয়ার অঙ্গীকার করল বিজেপি। বুধবার মঞ্চে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির তাবড় নেতারা৷ ২জন মন্ত্রী, ৪জন সাংসদ সহ এবারের ৩২ জন প্রার্থী উপস্থিত ছিলেন মঞ্চে৷ এদিন মঞ্চ থেকে মমতাকে তীব্র ভাষায় আক্রমন করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “১২৫ কোটি মানুষের জন্য কেন্দ্র সরকার যে প্রকল্প করেছে তা বাংলার মানুষ কোনও দিনও পাবে না শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য৷”

তিনি আরও বলেন, “রাজ্যে এত উন্নয়ন হয়েছে যে ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না। রাজ্যে বেতন বাড়ছে না। ডিএ বাড়ছে না। উল্টে আন্দোলন করতে গেলে এসএসসি, প্রাইমারি, কম্পিউটার শিক্ষকদের উপর লাঠি চার্জ করা হচ্ছে।” দিলীপবাবু ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাজ্যে স্বৈরাতন্ত্র চলছে।” “শ্যামাপ্রসাদ, ক্ষুদিরাম,স্বামীজির ভারত গড়তে হবে” বলেও এদিন ডাক দেন তিনি। দিলীপ ঘোষ ও বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ধর্মতলায় রেসকোর্সে হেলিপ্যাডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *