ভোটের পরও বাংলায় বাহিনী রাখার দাবি বিজেপির

নয়াদিল্লি: আদর্শ নির্বাচনী আচরণ বিধি কার্যকর থাকা পর্যন্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রেখে দেওয়া হোক। নাহলে শেষ দফার নির্বাচন শেষ হতে না হতেই ফের হিংসার রাজনীতিতে ফিরবে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ এখানে এই আশঙ্কা প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেছেন, ‘লোকসভা নির্বাচন আজই শেষ হয়ে যাবে। এরপরেই ফের তৃণমূল কংগ্রেসের কর্মীরা

c5a84799a266e2515400548388dccc8a

ভোটের পরও বাংলায় বাহিনী রাখার দাবি বিজেপির

নয়াদিল্লি: আদর্শ নির্বাচনী আচরণ বিধি কার্যকর থাকা পর্যন্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রেখে দেওয়া হোক। নাহলে শেষ দফার নির্বাচন শেষ হতে না হতেই ফের হিংসার রাজনীতিতে ফিরবে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ এখানে এই আশঙ্কা প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।

তিনি বলেছেন, ‘লোকসভা নির্বাচন আজই শেষ হয়ে যাবে। এরপরেই ফের তৃণমূল কংগ্রেসের কর্মীরা পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার রাস্তায় ফিরবে বলে আমাদের আশঙ্কা। বাংলায় তারা ফের রক্ত ঝরাবে। ফলে আদর্শ নির্বাচনী আচরণ বিধি যতদিন পর্যন্ত কার্যকর রয়েছে, ততদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বাংলায় রেখে দেওয়া হোক। এ ব্যাপারে জাতীয় নির্বাচন কমিশনকে বিশেষভাবে নজর দিতে হবে।’

তবে শুধুমাত্র কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামনই নন। লোকসভা নির্বাচনের অন্তিম পর্যায় শেষ হতে না হতেই হিংসার প্রশ্নে তৃণমূলকে বিঁধেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপির অন্যতম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের জন্য নিযুক্ত দলের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *