জলপাইগুড়ি: কাটমানির অভিযোগ ঘিরে তুঙ্গে বঙ্গ রাজনীতি৷ দফায় দফায় তৃণমূলের বিরুদ্ধে কাটমানি ইস্যুতে চাপ বাড়িয়েছে গেরুয়া শিবির৷ এবার সেই কাটমানি ইস্যুকে কেন্দ্র করে মুখ খুলল বিজেপির৷ কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা৷
গ্রামে ১০০ দিনের কাজে প্রকল্পে কাজ দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ ময়নাগুড়ির ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে৷ পুলিশের দাবি, ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে কাজ দেওয়ার নাম করে পঞ্চায়েত প্রধান এক লক্ষ ৩৪ হাজার টাকা নিয়েছেন বলে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়৷ সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধানকে৷
পঞ্চায়েত প্রধানের গ্রেপ্তারের প্রতিবাদে ধর্মপুর পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা৷ অভিযোগ, বিজেপির পঞ্চায়েত প্রধানের গ্রেপ্তার করে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে তৃণমূল৷ আর সেই কারণে এই ঘটনা বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের৷