৪২ আসনে বিজেপির প্রার্থী তালিকা: কারা পাচ্ছেন দিল্লির টিকিট?

কলকাতা: প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সম্ভাব্য ১০০টি নামের তালিকা নিয়ে বিশেষ বৈঠকে বসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ বিজেপি সূত্রের খবর, রাজ্যের ৪২টি আসনের জন্য প্রাথমিক ভাবে ৩৫০ জন প্রার্থীর নামের তালিকা থেকে প্রথম দফায় বাদ গিয়েছে ২৫০ জনের নাম৷ বাকি ১০০ জনের নামের তালিকা নিয়েই চলছে কাটছাট৷ ১০০ জনের তালিকা থেকে বেশ কয়েকজনের নাম

৪২ আসনে বিজেপির প্রার্থী তালিকা: কারা পাচ্ছেন দিল্লির টিকিট?

কলকাতা: প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সম্ভাব্য ১০০টি নামের তালিকা নিয়ে বিশেষ বৈঠকে বসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ বিজেপি সূত্রের খবর, রাজ্যের ৪২টি আসনের জন্য প্রাথমিক ভাবে ৩৫০ জন প্রার্থীর নামের তালিকা থেকে প্রথম দফায় বাদ গিয়েছে ২৫০ জনের নাম৷ বাকি ১০০ জনের নামের তালিকা নিয়েই চলছে কাটছাট৷ ১০০ জনের তালিকা থেকে বেশ কয়েকজনের নাম উঠে আসতে পারে বিজেপির চূড়ান্ত তালিকায়৷ এবার এক নজরে দেখা নেওয়া যাক, কাদের নামে দিল্লির টিকিট দিতে চলেছে বিজেপি৷

দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বড় চমক বামফ্রন্টের

বিজেপির বিভিন্ন সূত্রে থেকে জানা গিয়েছে, আলিপুরদুয়ারে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন বীরেন্দ্র ওঁরাও অথবা মনোজ টিগ্গা৷ জলপাইগুলি থেকে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন অমূল্য রায় অথবা জিতেন প্রামাণিক৷ মালদহ উত্তরে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন খগেন মুর্মু৷ মালদহ দক্ষিণে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন শ্রীরূপা মিত্রচৌধুরী৷ জঙ্গিপুরে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন সম্রাট ঘোষ৷ বহরমপুরে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন হুমায়ুন কবীর৷ রানাঘাটে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন অর্চনা মজুমদার অথবা মানবেন্দ্র রায়৷ কৃষ্ণনগরে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন সত্যব্রত মুখোপাধ্যায়৷ বারাকপুরে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন অর্জুন সিংহ৷ দমদমে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন শমীক ভট্টাচার্য৷ বারসতে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন মৃণাল দেবনাথ অথবা সায়ন্তন বসু৷ মথুরাপুরে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন শ্যামাপদ হালদার, আরামবাগে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন ষষ্ঠী দুবে৷ পুরুলিয়ায় নরহরি মাহাত অথবা অতুল্য মহাত৷ বাঁকুড়ায় বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন সুমন মুখোপাধ্যায় অথবা রাজু বন্দ্যোপাধ্যায়৷ আসানসোলে বিজেপির সম্ভব্য প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়৷ বর্ধমান-দুর্গাপুরে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন সুভাষ সরকার৷

বাংলার ১১ আসনে প্রার্থী তালিকা কংগ্রেসের

বাংলার ৪২ আসনে প্রার্থী ঘোষণার জন্য রাজ্য নেতাদের সঙ্গে চূড়ান্ত বৈঠকে বসছেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ বৈঠকে যোগ দেওয়ার জন্য রবিবারই দিল্লিতে পৌঁছে গিয়েছেন প্রদেশ সভাপতি দিলীপ ঘোষ ও অন্যান্য নেতারা৷ সূত্রের খবর, প্রথম দু’টি দফার নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি৷

তৃণমূলের প্রার্থী তালিকা: কার পরিবর্তে কাকে টিকিট দিলেন মমতা?

নির্বাচনী কৌশলের অংশ হিসেবে খালি রাখা হতে পারে বেশ কিছু আসন৷ পরে, সেখানে প্রার্থী ঘোষণা হতে পারে৷ মনে করা হচ্ছে, অন্য দল থেকে অপেক্ষাকৃত হেভিওয়েটরা একেবারে শেষ মুহূর্তে গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন৷ এই সম্ভাবনার কথা মাথায় রেলে প্রার্থী তালিকায় শূন্য আসন রাখা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *