বাঁকুড়া : লোকসভা নির্বাচনের আগে বিপাকে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। এসএসএস চাকরি সংক্রান্ত দুর্নীতি মামলায় তাঁর বাঁকুড়া প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৬ সপ্তাহ সৌমিত্র খাঁ জেলায় প্রবেশ করতে পারবেন না বলে বুধবার, নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। আগামী ১২ মে বিষ্ণুপুরে ভোট গ্রহণ। কিন্তু এই নির্দেশের ফলে নিজের কেন্দ্রে গিয়ে হয়ত প্রচারে অংশগ্রহণ করতে পারবেন না বিজেপি প্রার্থী। যদিও রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাবেন বলে জানান বিজেপির রাজ্যে সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিক বৈঠকে মুকুল রায় জানান, জেলে থেকেও অনেকে নির্বাচনে লড়াই করেন। সুতরাং এক্ষেত্রে কোনও সমস্যা হবে না। তাঁর আশা সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে। নির্বাচনে বিপুল ভোটে জিতবেন সৌমিত্র। তবে, ভোট প্রচারে প্রার্থীর না থাকা ভোটারদের উপর কী প্রভাব ফেলে সেটাই দেখার।
এলাকায় ঢোকা নিষিদ্ধ হওয়ায় বিপাকে বিজেপি প্রার্থী
বাঁকুড়া : লোকসভা নির্বাচনের আগে বিপাকে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। এসএসএস চাকরি সংক্রান্ত দুর্নীতি মামলায় তাঁর বাঁকুড়া প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৬ সপ্তাহ সৌমিত্র খাঁ জেলায় প্রবেশ করতে পারবেন না বলে বুধবার, নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। আগামী ১২ মে বিষ্ণুপুরে ভোট গ্রহণ। কিন্তু এই নির্দেশের ফলে নিজের কেন্দ্রে