কলকাতা: সকাল থেকেই রেল অবরোধে বিপর্যস্ত শিয়ালদা-রানাঘাট ট্রেন চলাচল। এক বিজেপি কর্মীর খুনের প্রতিবাদে লাইন আটকে অবরোধ শুরু হয়েছে। ফলে আটকে পড়েছে বহু ট্রেন। বেলা গড়াতেই অবরোধ শুরু হয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়কেও।
পুলিশ জানায়, শুক্রবার রাতে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন ২২ বছরের এক বিজেপি কর্মী। নাম সন্তু ঘোষ৷ চাকদার ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী বলেই তিনি পরিচিত৷ তাকেই চাকদার গৌড়পাড়া তপোবন স্কুলের কাছে গুলি করা হয়। গুলি লাগে গলায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে। জানা গিয়েছে, সন্তু সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছিলেন। নির্বাচনে প্রচারও করেছেন। খুনিদের গ্রেফতারের দাবিতে চাকদা থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।