সোমবারই কি রাজ্যে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা?

সোমবারই রাজ্যে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। শনিবার গভীর রাতে দিল্লির সদর দফতরে বিজেপির শীর্ষ নেতৃত্ব বৈঠক করেন৷ প্রার্থী বাছাই করতে আজ রবিবার ফের বৈঠক বসবে৷ ৭টি রাজ্যের একাধিক কেন্দ্রে এদিনই প্রার্থী বাছাই চূড়ান্ত করা হতে পারে। তবে, রাজ্যের প্রার্থী ঘোষণা ঝুলে রয়েছে ১৮ মার্চ বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির পরবর্তী বৈঠকের জন্য। সম্ভবত ওইদিনই

ade652a342a4a11a02c5c9785c685b50

সোমবারই কি রাজ্যে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা?

সোমবারই রাজ্যে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। শনিবার গভীর রাতে দিল্লির সদর দফতরে বিজেপির শীর্ষ নেতৃত্ব বৈঠক করেন৷ প্রার্থী বাছাই করতে আজ রবিবার ফের বৈঠক বসবে৷

৭টি রাজ্যের একাধিক কেন্দ্রে এদিনই প্রার্থী বাছাই চূড়ান্ত করা হতে পারে। তবে, রাজ্যের প্রার্থী ঘোষণা ঝুলে রয়েছে ১৮ মার্চ বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির পরবর্তী বৈঠকের জন্য। সম্ভবত ওইদিনই চূড়ান্ত হবে রাজ্যের বিজেপির প্রার্থী তালিকা। একে একে রাজনৈতিক দলগুলি প্রার্থীদের নাম ঘোষণা করছে ৷ তবে, এখনও পর্যন্ত প্রার্থী তালিকা পেশ করতে পারেনি বিজেপি৷

দলীয় সূত্রে খবর, প্রার্থী বাছাই নিয়ে তীব্র মতান্তর শুরু হয়েছে বিজেপির অন্দরে৷ অন্য রাজনৈতিক দলগুলি থেকে অনেকেই যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে। তাঁদের মধ্যে অনেক প্রভাবশালী নেতারাও রয়েছে৷ এই পরিস্থিতিতে নবাগতরা প্রার্থী হবেন? না কি পুরোনদের উপরই ভরসা রাখা হবে, এই নিয়েই দ্বিধা বিভক্ত পদ্মশিবির। আবার অনেকে মনে করছেন, রাজ্যের আরও কয়েকজন বিরোধীদলের নেতা-নেত্রী বিজেপিতে যাওয়ার জন্য মুখিয়ে আছেন। তাঁদের আসার জন্যেই অপেক্ষা করছেন কেন্দ্রীয় নেতৃত্ব। এই পরিস্থিতিতে সোমবারের কেন্দ্রীয় নির্বাচন কমিটির পরবর্তী বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছেন সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *