হাওড়া: এখনও হাওড়া জেলার দু’টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। অথচ ইতিমধ্যেই এই দু’টি লোকসভা কেন্দ্রের পাঁচটি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সন্ত্রাস নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব।
গত কয়েকটি ভোটে এই বিধানসভা কেন্দ্রগুলিতে তৃণমূল ব্যাপক সন্ত্রাস করেছে বলে গত সপ্তাহেই বিজেপির পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে নালিশ জানানো হয়েছে। এর প্রতিলিপি রাজ্য নির্বাচন কমিশনকেও দেওয়া হয়েছে। তার ভিত্তিতে এই পাঁচটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন কমিশন ‘কড়া নজরদারি’ চালাতে পারে বলে দাবি করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির অভিযোগ, গত পঞ্চায়েত ভোটে এই কেন্দ্রগুলিতে তৃণমূল ব্যাপক সন্ত্রাস করেছে। তার ফলে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি।
যদিও তৃণমূলের দাবি, এর মধ্যে পাঁচটি কেন্দ্রে গত জানুয়ারি মাসে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পরিচালনায় লোকসভার উপনির্বাচন হয়েছিল। সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল। তাহলে সেখানে প্রতিটি কেন্দ্রে তৃণমূল লক্ষাধিক ব্যবধানে লিড পেল কী করে? আসলে এখন প্রার্থী খুঁজে না পেয়ে বিজেপি অহেতুক কুৎসা করছে।