কৃষ্ণনগর: চতুর্থ দফার ভোটের আগে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত নদিয়ার হাঁসখালি৷ বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে, গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি৷ গুলি চালানোর পাশাপাশি সাত জনের বাড়ি ভাঙচুর চালানো হয়৷ এলাকায় গন্ডগোল পাকানোর দায়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
অভিযোগ, বৃহস্পতিবার রাতে নদিয়ার হাঁসখালি থানার ছোট ব্রিজ গ্রামে হামলা চালায় একদল দুষ্কৃতী৷ গোবিন্দ সাহা নামের এক বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হন স্থানীয় পঞ্চায়েত সদস্য-সহ বেশ কয়েকজন দুষ্কৃতী৷ বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে, গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি৷
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে৷ অভিযোগ, স্থানীয় একটি চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে বিজেপি সম্পর্কে আলোচনা করছিলেন ওই ব্যক্তি৷ সেইসময় তৃণমূলের লোকজন গন্ডগোল পাকায়৷ যার রেশ গড়ায় রাতে৷ যদিও তৃণমূলের পঞ্চায়েত সদস্যের দাবি, ওই দিন সকালে রাস্তায় দলীয় পতাকা টাঙানো নিয়ে দু’পক্ষের মধ্যে গন্ডগোল বাধে৷ রাতে বিজেপি কর্মীরাই তাঁদের কর্মীদের বাড়িতে হামলা চালায়৷