বোলপুর: ভোট পরবর্তী হিংসা অব্যাহত বীরভূমে৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বীরভূমের মল্লারপুর। বিজেপির পোলিং এজেন্টের আঙুল কেটে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আরও এক বিজেপি সমর্থককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ৷
বীরভূমের মল্লারপুরে বিজেপির বেশ কয়েকজন কর্মীকে ভোজালির কোপ মারার অভিযোগ ওঠে৷ ঘটনার পরই বিজেপির কর্মীরা এলাকার এক তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় বলে জানা গিয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা। অন্যদিকে, এ ঘটনার প্রতিবাদে তৃণমূল নেতার বাড়িতে পাল্টা হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
মল্লারপুরের পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় উত্তেজনা ছড়িয়েছে সিউড়িতে। তৃণূলের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে, দুবরাজপুরের কুখুটিয়া গ্রামে এদিন সকালে প্রচুর পরিমাণে বোমা মিলেছে খবর।
সোমবার চতুর্থ দফার নির্বাচনে দুবরাজপুরের একটি বুথে মোবাইল ফোন জমা রাখা ঘিরে ভোটারদের একাংশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা বাধে। পরে পরিস্থিতি সামলাতে শূন্যে গুলি চালায় বলে অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। নানুরে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় নানুরের বন্দর গ্রামে। বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এক বিজেপি সমর্থকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে, বীরভূমের নলহাটিতে মাথা ফাটল এক বিজেপি সমর্থকের। মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।