স্কুলে টানা দু’মাসের ছুটি, তোষণের রাজনীতির অভিযোগ বিজেপির

কলকাতা: টানা দু’মাস স্কুল ছুটি ঘোষণায় স্তম্ভিত বিজেপির শিক্ষক সেল৷ দু’মাসের ছুটি বিরোধিতা গেরুয়া শিবিরের৷ শুধু গেরুয়া শিবির নয়, নানা মহল থেকে ধেয়ে এসে তির্যক মন্তব্য৷ ভোটের বাজারে স্কুলে টানা ৫৯দিনের ছুটির বিজ্ঞপ্তি ঘিরে নানা মহলে ছড়িয়েছে বিতর্ক৷ বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস শিক্ষামন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘‘পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ু ৮ জুন প্রবেশ

d2d5bd5d836bfc0953a13c0f10bb5338

স্কুলে টানা দু’মাসের ছুটি, তোষণের রাজনীতির অভিযোগ বিজেপির

কলকাতা: টানা দু’মাস স্কুল ছুটি ঘোষণায় স্তম্ভিত বিজেপির শিক্ষক সেল৷ দু’মাসের ছুটি বিরোধিতা গেরুয়া শিবিরের৷ শুধু গেরুয়া শিবির নয়, নানা মহল থেকে ধেয়ে এসে তির্যক মন্তব্য৷ ভোটের বাজারে স্কুলে টানা ৫৯দিনের ছুটির বিজ্ঞপ্তি ঘিরে নানা মহলে ছড়িয়েছে বিতর্ক৷

বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস শিক্ষামন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘‘পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ু ৮ জুন প্রবেশ করে৷ শিক্ষামন্ত্রী পার্থবাবু কীভাবে জানলেন, এই বছর মৌসুমি বায়ু ৩০ জুন প্রবেশ করবে। গরমের জন্য ৩০ জুন পর্যন্ত ছুটি ঘোষণা অযৌক্তিক। বর্তমানে অতিরিক্ত গরমের জন্য আগাম ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছেন এই যুক্তিও খাটে না। ঘূর্ণিঝড় ফনির কারণে এমনিতেই তাপমাত্রা অনেক কমে গিয়েছে। স্বাভাবিক নিয়মে গ্রীষ্মকালীন ছুটি পড়ার কথা মে মাসের ১৮ তারিখ থেকে। রমজান মাসের শুরুতেই ছুটি ঘোষণা করে লোকসভা ভোটের সময় সংখ্যালঘুদের ভোটকে প্রভাবিত করার জন্য তৃণমূলের এই প্রচেষ্টা। আমরা বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে তৃণমূলের এই তোষণ নীতির প্রচেষ্টাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সংখ্যালঘুদের তোষণ করতে গিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।’’

স্কুল ছুটির ‘তৃতীয়’ বিজ্ঞপ্তি রাজ্যের, পঠন-পাঠন কার্যত শিকেয়

বিজেপির শিক্ষক নেতা দীপলবাবুর আরও দাবি, ‘‘শিক্ষার্থীরা টানা দুই মাস ধরে বিদ্যালয় যাওয়া থেকে বঞ্চিত থাকলে RTE অ্যাক্ট অনুসারে ছাত্র-ছাত্রীদের যতদিন ক্লাস করা উচিত সেটা সম্ভব হবে না ও সিলেবাসও অসম্পূর্ণ থেকে যাবে। ফলে অভিভাবকদের মনে সরকারি বিদ্যালয় সম্বন্ধে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এতে বেসরকারি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তির প্রবণতা বাড়বে। এছাড়াও দুই মাস ধরে শিক্ষার্থীদের বিদ্যালয় যাওয়া বন্ধ থাকলে তারা মিড-ডে মিল থেকেও বঞ্চিত থাকবে। ফলে অভাবী ছাত্র-ছাত্রীদের খুবই সমস্যায় পড়তে হবে। আমরা বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরকে আবেদন জানাচ্ছি, শিক্ষার্থীদের দুই মাস ধরে যে ছুটি ঘোষণা করা হয়েছে তা যেন পুনর্বিবেচনা করা হয়।’’

বিজেপি শিক্ষক সেলের প্রাথমিক শাখার রাজ্য কো-ইনচার্জ সব্যসাচী ঘোষ, বুদ্ধদেব মণ্ডল ও শান্তনু মণ্ডল জানান, ‘‘গতকাল প্রকাশিত নির্দেশিকায় এই দুই মাস ছুটির সময় শিক্ষকদের বিদ্যালয়ে কী করনীয় তা জানতে গেলে শিক্ষামন্ত্রী শিক্ষকদের সম্বন্ধে যে ভাষায় কথা বলেছেন তাতে শিক্ষক সমাজ অপমানিত বোধ করেছেন। আমরা শিক্ষামন্ত্রীর এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *