Aajbikel

বিরোধীদের সঙ্গে জোট করবে না বিজেডি, জানালেন পট্টনায়ক

 | 
বিরোধীদের সঙ্গে জোট করবে না বিজেডি, জানালেন পট্টনায়ক

একাই লড়বেন তিনি। প্রয়োজন হবে না কোনও দলের। বিজেপি বিরোধী জোটে থাকবে না বিজেডি। সাফ জানিয়ে দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। যে বৃহত্ আশা নিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেছিলেন মমত বন্দ্যোপাধ্যায়ে থেকে নীতীশ কুমার। সেই আশায় জল ঢাললেন নবীন পট্টনায়ক বলাই যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পরই এই কথা শোনা গেল পট্টনায়কের মুখে।প্রশ্ন উঠছে দুটি, মোদীর সঙ্গে এমন কী কথা হল, যার জন্য পট্টনায়ক বিরোদীদের সঙ্গে জোট গড়তে চাইছেন না? অন্যদিকে, আদৌ কি পট্টনায় মমতা বা নীতীশ কুমার কে জোটে থাকার সদর্থক আশ্বাস দিয়েছিলেন? তবে সূত্রের খব, দিল্লিতে এসেছেন পট্টনায়ক, যেখানে তিনি বিরোধী নেতাদের সঙ্গে কথা বলবেন বলে জানা যাচ্ছে।নবীন পট্টনায়ক জানাচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আশ্বাস দিয়েছেন তিনি পাশে থাকবেন। আর তারপরেই পট্টনায়কদের ঘোষাণ ২০২৪ সালের লোকসভা ভোটে একাই লড়বেন পট্টনায়কের দল। 


তাহলে রনকৌশল ঠিক কোন পথে?  মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশের সঙ্গে বৈঠকের পর দেখা করেছিলেন নবীন পট্টনায়কের সঙ্গে। বলেছিলেন বৈঠক সদর্থক। তারপরেই নীতীশ কুমার-তেজস্বী যাদব আসেন পট্টনায়কের সঙ্গে দেখা করতে। তাদের বৈঠকের পর বোঝা গিয়েছিল হয়তক বা বিরোধী জোট পোক্ত হবে। কিন্তু নবীন পট্টনায়কের বিরোধী জোটে না থাকায় নতুন করে জটে বিরোধী জোট।

Around The Web

Trending News

You May like