বোলপুর: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় যখন উত্তাল দেশ৷ বিশিষ্ট এবং বুদ্ধিজীবীরাও তখন এই আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন৷ শিক্ষাবিদ,সাহিত্যিক, ইতিহাসবিদ, সমাজতত্ত্ববিদ, অর্থনীতিবিদ, বিচারপতি থেকে শুরু করে ডাক্তার, আইনজীবী সকলেই প্রশ্ন তুলছেন প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে নিয়ে৷ বেঙ্গালুরুতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে আটক হয়েছেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ৷ যে ঘটনাকে ধিক্কার জানিয়েছে দেশের বুদ্ধিজীবী মহল৷ কিন্তু এই বুদ্ধিজীবীদেরই এক শ্রেণি আবার নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে সওয়াল করছেন৷ প্রকৃত উদ্বাস্তুদের নাগরিকত্ব মিলবে, তাদের দুর্দশা কাটবে এই যুক্তির ওপর ভিত্তি করেই আইনের পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা করছেন তারা৷ বিশ্বভারতীর অন্দরেই এই আইনের পক্ষে-বিপক্ষে দ্বিমত দেখা গেল৷
একদিকে যখন সিএএ-র বিপক্ষে বিশ্বভারতীর বাইরে চলছে দেওয়াল লিখন প্রতিবাদ মিছিল করছেন অধ্যাপক থেকে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা তখন এই বিশ্ববিদ্যালয়ের একাংশ আইনের পক্ষে যুক্তি দেখাচ্ছেন৷ অন্তত ১১০০ বুদ্ধিজীবীর স্বাক্ষর সম্বলিত একটি চিঠি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীকে এমনটাই দাবি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশের৷ নাগরিকত্ব সংশোধনী আইন এর সমর্থনে রবিবার বোলপুরে তারা একটি মিছিলও করেন৷
এদিকে বিশ্বভারতীর পক্ষ থেকেই সোমবার ফের বোলপুরে মিছিলে নামছে সিএএ বিরোধী শিবির৷ অর্থাৎ নাগরিকপঞ্জি নিয়ে কার্যত দ্বিধা-বিভক্ত বিশ্বভারতী৷ আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শান্তিনিকেতনের পৌষ মেলা৷ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশের সামগ্রিক অস্থিরতা ওই অঞ্চলেও প্রভাব ফেলতে পারে এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় মানুষ থেকে শুরু করে পর্যটকরাও৷