ত্রিপুরা: ফের অস্বস্তিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ এবার তাঁর বিরুদ্ধে দায়ের ‘বধূ নির্যাতনে’র অভিযোগ! দিল্লির আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা ত্রিপুরা মুখ্যমন্ত্রীর স্ত্রী নীতি দেবের!
Arambagh shall vote for development!
Arambagh shall vote for @BJP4India!
Addressed a Jansabha at #Arambagh, West Bengal today. #DeshModiKeSaath pic.twitter.com/C0Wy25VrfB
— Chowkidar Biplab Kumar Deb (@BjpBiplab) April 26, 2019
যদিও, আজ বেলা ২টো ১৬ মিনিটে নীতি দেবের ফেসবুক পেজ থেকে গোটা ঘটনাটি ‘ভুয়ো’ বলে একটি পোস্ট করা হয়৷ ফেসবুকে পোস্টে রাজনৈতিক কারেণে এই ‘ভুয়ো খবর’ ছড়ানো হয়েছে বলেও জানানো হয়৷ সংবাদমাধ্যের একাংশকে তীব্র ভর্ৎসনাও করা হয়৷ গোটা বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি৷
সম্প্রতি এক ট্যুইট প্রতিবেদনে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ নিয়ে খবর প্রকাশিত হয় সিএনবিসি-টিভি ১৮৷ ওই প্রতিবেদনে স্বামী বিপ্লবের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে বিবাহ বিচ্ছেদ মামলা ফাইল করার দাবি জানানো হয়৷
খবরটি হওয়ার গতিতে ছড়িয়ে পড়তেই ট্যুইটটি ডিলিট করে দেওয়া হয়৷ তবে গোটা বিষয়টি ভাইরাল হতে সময় লাগেনি। এরপরই ফেসবুকে স্বামীর বিরোধীদের বিরুদ্ধে সরব হন নীতি দেব৷