দার্জিলিং: শীতের আগেই পাহাড়ে যে উত্তাপ বাড়বে, তার প্রাথমিক সূচনা পুজোর মধ্যেই ঘটিয়ে দিয়েছিলেন পুলিশের খাতায় ‘ফেরার’ থাকা বিমল গুরুং৷ এবার দেবী দুর্গার বিদায়লগ্নে প্রত্যাশিতভাবেই পাহাড়ের রাজপথে সম্মুখ সমরে যুযুধান প্রতিপক্ষ৷ বিমল গুরুং ফিরতেই দুযোগের কালো মেঘ ‘শাক্ত’ পাহাড়ে৷ তৃণমূলের সঙ্গে জোটের প্রস্তাব দিয়ে গুরুংয়ের প্রত্যাবর্তন ঘটতে না ঘটতেই নিজেদের শক্তি প্রদর্শনে এবার শান্তি মিছিল করলেন গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাংয়ের অনুগামীরা৷ এতদিন যাঁর উপরে পাহাড়ের দায়-দায়িত্ব তুলে দিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ গুরুংয়ের প্রত্যাবর্তন এখন অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে তৃণমূলের দীর্ঘ দিনের বন্ধু বিনয় তামাংকে!
গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি কেন্দ্র৷ মোদী-শাহের বিরুদ্ধে আঙুল তুলে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়েছেন ‘রাষ্ট্রদ্রোহী’-সহ ১০৫টি মামলা ঝুলে থাকা ‘ফেরার’ বিমল গুরুং৷ পুজোর মুখে গুরুংয়ের বিজেপির সঙ্গ ত্যাগ করে প্রকাশ্যে তৃণমূলের সঙ্গে হাত মেলানোর বার্তা নতুন করে জটিল হচ্ছে পাড়ারের রাজনীতি৷ তৃণমূলের সঙ্গে গুরুংয়ের সম্পর্ক গড়ে উঠতেই কার্যত অস্তিত্ব নিয়ে সংকটে ভুগতে শুরু করেছেন তামাংপন্থীরা৷ গুরুং পাহাড়ে ফিরলে কী হবে তৃণমূলপন্থী বিনয় তামাংয়ের ভবিষ্যৎ? একদা ‘শত্রু’ বিমলকে পেয়ে কি ‘বন্ধু’ বিনয়কে ছেঁটে ফেলবে তৃণমূল? দু’ই পাহাড়ি নেতার অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নতুন দুর্যোগের মেঘ ঘনাচ্ছে বাংলার রাজনীতিতে৷
আগামী বিধানসভা ভোটে তৃণমূলের সঙ্গে জোট বাঁধতে চান বলে আগেই ঘোষণা করেছেন পুলিশ খুনে মূল অভিযুক্ত ‘রাষ্ট্রদ্রোহী’ বিমল গুরুং৷ পাহাড় থেকে গুরুংকে হটাতে তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বিনয় তামাং৷ তার সুফলও পেয়েছিলেন তিনি৷ হয়েছিলেন জিটিএর তত্ত্বাবধায়ক চেয়ারম্যান৷ কিন্তু, এখন সেসব অতীত৷ দেবীপক্ষেই পাল্টে গিয়েছে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ৷ আর তাতেই তামাং বনাম গুরুংয়ের ছায়া যুদ্ধ ঘিরে নতুন করে চিন্তা বাড়ছে পাহাড়বাসীর৷ কেননা, করোনাকালে এমিনিতেই বন্ধ পর্যটন ব্যবসা৷ তারউপর ভোটের আগে দুই পাহাড়ি নেতার আশান্ত পর্যটকদের আদৌও পাহাড়মুখী করবে? জোড়া সমস্যার মুখে পর্যটন ব্যবসার সঙ্গ যুক্ত পাহাড়ের জনতা৷
গুরুংয়ের প্রত্যাবর্তন ঘটতে না ঘটতেই রবিবার শান্তি মিছিলের ডাক দিয়েছিলেন বিনয় তামাং৷ বিমল গুরুংয়ের বিরুদ্ধে মিছিল থেকে ওঠে আওয়াজ৷ আর তাতেই অশান্তির মেঘ দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ৷ বদলে যাওয়া রাজনীতির সমীকরণে কী অবস্থান হবে বিনয় তামাংয়ের? তামাং গোষ্ঠী কি গুরুংদের হাত ধরবে? নতুন করে কি দুই পাহাড়ি নেতার দ্বন্দ্ব দেখবে কাঞ্চনজঙ্ঘা? নতুন করে আতঙ্কে দিনগুনছেন বাসিন্দারা৷