বাংলার ৪২ কেন্দ্রের ৩১ জন সাংসদই কোটিপতি, শীর্ষে কে জানানে?

কলকাতা: রাজ্যের ৪২ জন নির্বাচিত সাংসদের মধ্যে ৩১ জনই কোটিপতি। গত লোকসভা নির্বাচনে এই সংখ্যাটি ছিল ২৬। ইলেকশন ওয়াচ এই খবর জানিয়েছে। তালিকার একেবারে শুরুতেই রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ খলিলুর রহমান। এবার মুর্শিদাবাদের জঙ্গিপুর আসন থেকে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ও বিজেপির প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন খলিলুর। তাঁর মোট সম্পত্তির পরিমাণ

b050d310dd92712dcc9fb98e3213afee

বাংলার ৪২ কেন্দ্রের ৩১ জন সাংসদই কোটিপতি, শীর্ষে কে জানানে?

কলকাতা: রাজ্যের ৪২ জন নির্বাচিত সাংসদের মধ্যে ৩১ জনই কোটিপতি। গত লোকসভা নির্বাচনে এই সংখ্যাটি ছিল ২৬। ইলেকশন ওয়াচ এই খবর জানিয়েছে। তালিকার একেবারে শুরুতেই রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ খলিলুর রহমান। এবার মুর্শিদাবাদের জঙ্গিপুর আসন থেকে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ও বিজেপির প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন খলিলুর। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৬ কোটি টাকা।

দ্বিতীয় স্থানে আছেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী৷ বাংলা ছায়াছবির দুনিয়ায় জনপ্রিয় নায়ক দেব প্রায় একই পরিমাণ টাকার মালিক৷ কংগ্রেসের সাংসদ আবু হাসেম খান চৌধুরিও প্রায় ২০ কোটির সম্পত্তির মালিক। দেব এবং আবু হাসেম খান দুজনেই নিজেদের পুরনো কেন্দ্র ঘাটাল ও মালদা দক্ষিণ থেকে নির্বাচিত হয়েছেন। খলিলুর অবশ্য এই প্রথম সাংসদ হলেন। সবচেয়ে কম সম্পত্তি রয়েছে বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মালের। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৩ লাখ টাকা। এর পরেই আছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা। তিনি ১৩ লক্ষ টাকার মালিক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *