আজ নীতিশের ৮ মন্ত্রির ভাগ্য নির্ধারণ! নিউ নর্মাল নির্বাচনে বাড়ছে দূরত্ব

আজ নীতিশের ৮ মন্ত্রির ভাগ্য নির্ধারণ! নিউ নর্মাল নির্বাচনে বাড়ছে দূরত্ব

 

পাটনা: করোনা আবহে শুরু বিহার ভোট৷ নিউ নির্মালে প্রথম বড় নির্বাচন৷ করোনা বিধি মেনে আজ ৭১টি আসনে ভোটগ্রহণ চলছে বিহারে৷ আজ ৭১টি আসনের মধ্যে নীতিশ কুমার মন্ত্রিসভার ৮ মন্ত্রীর ভাগ্য আজ নির্ধারিত করতে চলেছেন জনতা৷ ২ কোটিরও বেশি বিহারবাসী আঙুলে ঝুলছে ১ হাজার ৬৬ জন প্রার্থীর ভাগ্য৷

জানা গিয়েছে, এই ৮ মন্ত্রীর মধ্যে ৪ জন সংযুক্ত জনতা দলের সদস্য৷ বাকি ৪ জন বিজেপির সদস্য৷ বিহারে এই দুই দল জোট বেধে এতদিন বিহারের শাসন সামলে এসেছে৷ বিহার রাজনীতির সাম্প্রতিক ঘটনা বলছে, গত ২০১৫ সালের ভোটে সংযুক্ত জনতা দল জোট বেঁধেছিল লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেসের সঙ্গে৷ কিন্তু, সেই জোট বেশিদিন টেকেনি৷ প্রয়াত রাম বিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টি ও রাষ্ট্রীয় লোক সমতা পার্টি কেন্দ্রের এনডিএ শরিক হলেও বিহার নির্বাচনে জোটের বাইরে থেকে পৃথক ভাবে লড়াই করছে৷

যদিও এবারের ভোটে বিজেপি-নীতীশ দূরত্ব ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে৷ নীতীশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ সমস্ত বিভাগে বাড়ছে৷ সূত্রের খবর, বিহারে বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষায় সেই সত্যি উদ্ঘাটিত হয়েছে। স্বাভাবিক ভাবেই বিজেপির শীর্ষ নেতৃত্ব নীতীশের সঙ্গে দূরত্ব বজায় রাখছে।

অভিযোগ, লকডাউনের সময় অন্য রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের দুর্দশার প্রতি উদাসীন ছিলেন নীতীশ। বিরোধী, আর জে ডি – এর তেজস্বী যাদব সাধারণ মানুষের দুর্দশার কথা তুলে ধরেছেন। বিজেপি স্পষ্ট জানে, যে প্রধানমন্ত্রী মোদীর নামে ভোট না চাওয়া হলে এনডিএর কোনও সুযোগ নেই। এখনও অবধি এল জে পি প্রকাশ্যে ঘোষণা করেছে যে ১৩৫ টি আসনে লড়ছেন চিরাগ পাসওয়ান। কিন্তুএই নির্বাচনে এনডিএর অংশ তিনি নন। যদিও পাসওয়ান জুনিয়র বিজেপির প্রতি তাঁর আনুগত্য ঘোষণা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =