কলকাতা: এবার বিধাননগর পুরসভায় অচালাবস্থার ইঙ্গিত৷ বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের ডাকা বোর্ড মিটিং এড়ালেন অন্তত ২৫ কাউন্সিলর৷ বৈঠক ডেকেও এলেন না মেয়র সব্যসাচী দত্ত৷ আজ, বোর্ড মিটিংয়ে ৪১ জন কাউন্সিলরদের মধ্যে হাজির হন ১৬জন৷ দেড়ঘণ্টা অপেক্ষার পর তাঁরাও ফিরে যান৷
কিন্তু, বৈঠক ডেকেও কেন এলেন না মেয়র সব্যসাচী দত্ত? জানা গিয়েছে অসুস্থতার কারণে তিনি বৈঠকে যেতে পারেননি৷ কিন্তু, বাকি ২৫ জন কাউন্সিলরা কেন গরহাজির? তাঁরাও কি অসুস্থ? একসঙ্গে ২৫ জন কাউন্সিলরের গরহাজিরা নিয়ে বাড়ছে চূড়ান্ত উদ্বেগ৷
লোকসভা ভোটের আগে সুচি আলুর দমের রাজনীতি গুরু মুকুল রায় ও শিষ্য সব্যসাচী দত্তকে কাছে এনে দিয়েছিল৷ তারপর সব্যসাচীর বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে৷ এরপর দুই গুরু-শিষ্যকে সামনে এনে দেয় লোকনাথ পুজোর অনুষ্ঠান৷ সল্টলেকের এক ধর্মীয় অনুষ্ঠানে পাশাপাশি দেখা গেল মুকুল ও সব্যসাচীকে৷ সামাজিক অনুষ্ঠানে গুরু-শিষ্যকে একফ্লেমে দেখার পর আজ পুরসভার বৈঠকে গরহাজিরা নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷