বিজেপিকে ভোট দিলে ভাটপাড়া হয়, সাফ জানালেন মমতা

কলকাতা: শহিদ দিবসের সমাবেশে মঞ্চে বিজেপিকে আক্রমণ করে জাতীয় দলের মর্যাদা বিকর্তে ঘুরিয়ে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কাটমানি ইস্যু নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণ মমতার৷ এদিন শহিদ মঞ্চ থেকে বিজেপিকে, ‘কুঁচো চিংড়ি’, ‘ল্যাটা’ মাছের দল বলেও আক্রমণ করেন৷ বিজেপিকে ভোট দিলে ভাটপাড়া হয় বলেও মন্তব্য করেন মমতা৷ মঞ্চ থেকে মমতার মন্তব্য, ‘‘কেউ কেউ বলছে ন্যাশনাল স্ট্যাটাস

বিজেপিকে ভোট দিলে ভাটপাড়া হয়, সাফ জানালেন মমতা

কলকাতা: শহিদ দিবসের সমাবেশে মঞ্চে বিজেপিকে আক্রমণ করে জাতীয় দলের মর্যাদা বিকর্তে ঘুরিয়ে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কাটমানি ইস্যু নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণ মমতার৷ এদিন শহিদ মঞ্চ থেকে  বিজেপিকে, ‘কুঁচো চিংড়ি’, ‘ল্যাটা’ মাছের দল বলেও আক্রমণ করেন৷ বিজেপিকে ভোট দিলে ভাটপাড়া হয় বলেও মন্তব্য করেন মমতা৷ মঞ্চ থেকে মমতার মন্তব্য, ‘‘কেউ কেউ বলছে ন্যাশনাল স্ট্যাটাস হারিয়েছে আমারা৷ আমি তাদের বলব, আমাদের ন্যাশনাল স্ট্যাটাসের দরকার নেই৷ আমরা ইন্টারন্যাশনাল৷’’

সম্প্রতি, নির্বাচন কমিশন তৃণমূলের জাতীয় দলের তকমা নিয়ে শো-কজ চিঠি পাঠিয়েছে৷ কেন তৃণমূলকে জাতীয় দলের মর্যদা এখনও দেওয়া হবে, তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷ নির্বাচন কমিশনের নিয়ম বলছে, জাতীয় দল হতে গেলে কমপক্ষে ৪টি রাজ্যে ৬ শতাংশ ভোট পেতে হয় লোকসভা ও বিধানসভায়৷ এই নিয়ে কিছুদিন আগে মুকুল রায় কটাক্ষ করে বলেছিলেন, ‘‘জাতীয় তকমা গিয়েছে এবার আঞ্চলিক দলের তকমা থাকবে কিনা সেটাই দেখুন৷’’’ আজ তারই উত্তরে নিজের দলকে ইন্টারন্যাশনাল বললেন মমতা!

এতদিন কাটমানি প্রসঙ্গে উত্তাল ছিল রাজ্য রাজনীতি। এবার কাটমানির পাল্টা ব্ল্যাকমানি তুলে আনেন তৃণমূল নেত্রী৷ লোকসভায় রাজ্যে শক্তি বাড়িয়েছে বিজেপি। এবার বিজেপির বিরুদ্ধে ২৬-২৭ তারিখ পথে নামবে তৃণমূল। পাশাপাশি তিনি বলেন, পশ্চিমবঙ্গের যা রাজনৈতিক পরিস্থিতি তাতে তৃণমূলের এখন প্রধান শত্রু বিজেপি। আর তাই সেটা বুঝে লোকসভা ভোটের পর রাজ্যে হিংসা ছড়ানোর জন্য বিজেপিকে দায়ি করেছেন নেত্রী। বিজেপিকে ভোট দিলে ভাটপাড়া হয়। মন্তব্য করেন মমতা৷ এর পরে তিনি অভিযোগের শুরে বলেন, কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে ভয় দেখান হচ্ছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা করছে ওরা।

ভোট ও ভোট পরবর্তী হিংসায় আজও উত্তপ্ত ভাটপাড়া৷ শনিবারও নতুন করে বোমাবাজির খবর পাওয়া গিয়েছে৷ এই নিয়েই আপাতত তপ্ত বাংলার রাজ্যনীতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =