রণক্ষেত্র ভাটপাড়া, ভেস্তে গেল নতুন থানার উদ্বোধন

বারাকপুর: কিছুতেই ঠান্ডা হচ্ছে না ভাটপাড়া৷ মাঝে দু’এক দিন শান্ত থাকলেও গত দু’দিন ধরে উত্তপ্ত ভাটপাড়া৷ দুই গোষ্ঠীর সংঘর্ষ৷ আজ সকাল থেকে দফায় দফায় চলে বোমাবাজি৷ চলে গুলি৷ স্থানীয়দের অনুমান, আজ সকাল থেকে অন্তত এক ঘণ্টার বেশি সময় ধরে বোমা-গুলির লড়াই চলতে থাকে৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়৷ নামানো হয় বিশাল পুলিশবাহিনী৷

রণক্ষেত্র ভাটপাড়া, ভেস্তে গেল নতুন থানার উদ্বোধন

বারাকপুর: কিছুতেই ঠান্ডা হচ্ছে না ভাটপাড়া৷ মাঝে দু’এক দিন শান্ত থাকলেও গত দু’দিন ধরে উত্তপ্ত ভাটপাড়া৷ দুই গোষ্ঠীর সংঘর্ষ৷ আজ সকাল থেকে দফায় দফায় চলে বোমাবাজি৷ চলে গুলি৷ স্থানীয়দের অনুমান, আজ সকাল থেকে অন্তত এক ঘণ্টার বেশি সময় ধরে বোমা-গুলির লড়াই চলতে থাকে৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়৷ নামানো হয় বিশাল পুলিশবাহিনী৷ সংঘর্ষে এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে৷ জখম হয়েছেন চার জন৷

আজ ছিল ভাটপাড়া থানার উদ্বোধন হওয়ার কথা৷ সকাল ১১টা নাগাদ থানার দরজা খোলার কথা ছিল রাজ্য পুলিশের ডিজির৷ কিন্তু, দফায় দফায় সংঘর্ষের জেরে মাঝ রাস্তা থেকে ফিরে যেতে বাধ্য হল ডিজি৷ সেখান থেকে তিনি চলে যান নবান্নে৷ পুলিশ সূত্রে খবর, হিংসার জের আপাতত স্থগিত থানা চালু করা কাজ৷

এদিন নতুন থানা উদ্বোধনের দিনেই গুলি-বোমায় রণক্ষেত্রের চেহারা নেয় ভাটপাড়ায়৷ কাঁকিনাড়া৷ এলাকায় দফায় দফায় বোমা, গুলির লড়াই চলতে থাকে৷ ৪-৫ নম্বর রেল সাইডিং এলাকা থেকে কাঁকিনাড়া বাজার বনধের চেহারা নেয়৷ এদিন সকাল থেকে দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়৷ ভাটপাড়া ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গুলি ও বোমাবাজির ঘটনায় ৪ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে৷ কিন্তু, নতুন থানার উদ্বোধন হওয়ার আগে এমন ঘটনা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *