আজ বিকেল: তাঁকে অপদার্থ বললেও শান্তিপূর্ণ ভোট হোক, এই ইচ্ছে প্রকাশ করে রাজনৈতিক সৌজন্যতার বার্তা দিয়েছিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। ঠিক তার আগের দিনই ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ অভিনেতা সাংসদকে কটাক্ষ করেন। দেব কিন্তু কটাক্ষের সুমধুর উত্তর দিয়েছেন। যদিও সেই প্রত্যুত্তরের পালটা প্রতিক্রিয়া সুমধুর হল না। ঘাটালেই কনভয়-সহ হামলার মুখে পড়লেন বিজেপির প্রার্থী ভারতী ঘোষ। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।ঘাটালের জয়কৃষ্ণপুরে এই বিজেপি প্রার্থী দাসপুরে কর্মীসভা করে ফিরছিলেন, রাস্তাতেই তাঁর কনভয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। একাধিকা গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়, নির্বাচনী এজেন্ট অয়ন দণ্ডপাটকেও মারধর করে দু্কৃতীরা। তবে অক্ষতই রয়েছেন ভারতী। গোটা ঘটনায় শাসকদল তৃণমূলের দিকেই অভিয়োগের আঙুল উঠেছে।
এদিকে কোচবিহারের তুফানগঞ্জেও বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুটি ঘটনাতেই তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ওরা ভেবেছিল যা মন চাইবে তাই করবে। কিন্তু বিজেপি পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকায় ওদের কাজে ব্যাঘাত ঘটছে। তাই এসব ঘটনা ঘটাচ্ছে। আর তো কদিন, তারপর এসব বন্ধ হয়ে যাবে।
এদিকে গেরুয়া শিবিরের দাবি উড়িয়েছেন পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি। তিনি বলেন, এই হামলার ঘটনায় আমার দিকেই অভিয়োগের আঙুল তুলছে বিজেপি। কিন্তু এই অভিযোগ সর্বৈব মিথ্যা। এখানকার প্রার্থী কে হবে তানিয়ে বিজেপির অন্দরেই কোন্দল চলছে। এবং দলের নেতৃত্বদের পছন্দকে বিচার না করে বাইরের একজনকে প্রার্থী করাতে অসন্তোষ জারি রয়েছে। তারই ফল এই হামলা।