ছাপ্পা রুখতে গিয়ে তৃণমূলের রোষে ভারতী, ইটের ঘায়ে রক্তারক্তি কাণ্ড

ঘাটাল: ফের রণক্ষেত্র ঘাটাল৷ কেন্দ্রীয় বাহিনীর সামনে ভারতীর গাড়ি ভাঙচুর৷ তৃণমূল কর্মীদের ছোড়া ইটের ঘায়ে মাথা ফাটল ভারতীয় দেহরক্ষীর৷ বিজেপি প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ৷ বিক্ষোভের জেরে এলাকা ছাড়েন ভারতী৷ জানা গিয়েছে, এদিন সকালে ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে কেশপুরের দোগাছিয়ায় যান ভারতী৷ এলাকায় ভারতীর কনভয় দেখতেই হামলা চালাতে শুরু করেন তৃণমূল কর্মীরা৷ এলোপাথাড়ি ইট বৃষ্টি শুরু

ছাপ্পা রুখতে গিয়ে তৃণমূলের রোষে ভারতী, ইটের ঘায়ে রক্তারক্তি কাণ্ড

ঘাটাল: ফের রণক্ষেত্র ঘাটাল৷ কেন্দ্রীয় বাহিনীর সামনে ভারতীর গাড়ি ভাঙচুর৷ তৃণমূল কর্মীদের ছোড়া ইটের ঘায়ে মাথা ফাটল ভারতীয় দেহরক্ষীর৷ বিজেপি প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ৷ বিক্ষোভের জেরে এলাকা ছাড়েন ভারতী৷

ছাপ্পা রুখতে গিয়ে তৃণমূলের রোষে ভারতী, ইটের ঘায়ে রক্তারক্তি কাণ্ডজানা গিয়েছে, এদিন সকালে ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে কেশপুরের দোগাছিয়ায় যান ভারতী৷ এলাকায় ভারতীর কনভয় দেখতেই হামলা চালাতে শুরু করেন তৃণমূল কর্মীরা৷ এলোপাথাড়ি ইট বৃষ্টি শুরু হয়৷ ইটের ঘায়ে মাথা ফাটে নিরাপত্তাকর্মীর৷ ভারতীর গাড়িতে বেপরোয়া ভাঙচুর চালানো হয়৷ ঘটনায় বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীর জখম হন৷

[আরও পড়ুন: ফের চূড়ান্ত বিপাকে বিপাকে ভারতী, কড়া ব্যবস্থা কমিশনের]

প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু হতেই লাঠিচার্জ করে বাহিনী৷ এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে৷ বিজেপি প্রার্থী বুথে পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ, ইটবৃষ্টি করে স্থানীয় তৃণমূল কর্মীরা৷ ইটের ঘায়ে মাথা ফাটল ভারতী ঘোষের নিরাপত্তারক্ষীর৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ৷ ভারতী ঘোষের গাড়ির কাচ ভেঙে যায়৷

[আরও পড়ুন: তৃণমূলী ধাক্কায় মাটিতে লুটোপুটি ভারতীর, হেনস্থা! পদক্ষেপ কমিশনের]

এদিনের এই ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমে বলেন, ‘‘জনরোষের শিরার হয়েছেন তিনি৷ অত্যাচারি ভারতীয় ঘোষ এখন তার কর্মফল পাচ্ছেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *