জোড়া FIR-এর মুখে ভারতী, কেশপুর পুনর্নির্বাচনের দাবি বিজেপির

কলকাতা: ফের ভারতী ঘোষের বিরুদ্ধে বিরুদ্ধে দায়ের এফআইআর৷ নির্দেশ নির্বাচন কমিশনের৷ বুথের ১০০ মিটারের মধ্যে সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়ে ঢোকার অভিযোগে এফআইআরের নির্দেশ নির্বাচন কমিশনের৷ বুথে ঢুকে ভিডিওগ্রাফি করার অভিযোগে রাজ্য প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের৷ সূত্রের খবর, বুথে ফোন নিয়ে ঢোকার দায়ে ভারতীর বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের হতে পারে৷ অন্যদিকে, কেশপুরে দফায় দফায় সংঘর্ষের

06dc850d964f857361ce56cfc8f63be4

জোড়া FIR-এর মুখে ভারতী, কেশপুর পুনর্নির্বাচনের দাবি বিজেপির

কলকাতা: ফের ভারতী ঘোষের বিরুদ্ধে বিরুদ্ধে দায়ের এফআইআর৷ নির্দেশ নির্বাচন কমিশনের৷ বুথের ১০০  মিটারের মধ্যে সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়ে ঢোকার অভিযোগে এফআইআরের নির্দেশ নির্বাচন কমিশনের৷ বুথে ঢুকে ভিডিওগ্রাফি করার অভিযোগে রাজ্য প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের৷ সূত্রের খবর, বুথে ফোন নিয়ে ঢোকার দায়ে ভারতীর বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের হতে পারে৷

অন্যদিকে, কেশপুরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। কমিশনে রিপোর্ট পাঠালেন আরিজ আফতাব৷ সকাল থেকে দিনভর কেশপুরে সংঘর্ষের ঘটনায় পুনর্নির্বাচন দাবি জানানো হয়েছে বিজেপি নেতৃত্বের তরফে৷ আজ কমিশনের দপ্তরে গিয়ে কেশপুর বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন দাবি জানান মুখতার আব্বাস নকভি৷ বলেন, ‘‘আজ তৃণমূল গুন্ডা দিয়ে ভোট করাচ্ছে৷ পুলিশ সহযোগিতা করছে না৷ কেন্দ্রীয় বাহিনী ঠিকঠাক মোতায়েন করা হয়নি৷ আর তার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে৷ আমরা আজ আমরা নির্বাচন কমিশনে কেশপুর বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন দাবি জানিয়েছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *