নয়াদিল্লি: ভোটের মুখে ফের বিপাকে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ৷ পুরানো মামলায় ফের পুলিশি হাজিরার মুখোমুখি হতে চলেছেন ঝাড়গ্রাম জেলার প্রাক্তন পুলিশ সুপার৷ সুপ্রিম কোর্টের নির্দেশে এবার ভারতীকে রাজ্য পুলিশের কাছে জেরার জন্যও আসতে হতে পারে বলে খবর৷
মঙ্গলবার সুপ্রিম কোর্টে ছিল ‘পতালক’ ভারতী ঘোষের মমলা৷ সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ মঙ্গলবার জানান, তদন্তে সহযোগিতা করতে হবে ভারতী ঘোষকে৷ এদিন বিচারপতি রাজ্যের আইনজীবীদের উদ্দেশে জানান, আপনারা নোটিশ পাঠিয়ে জেরার জন্য ডেকে পাঠান ভারতী ঘোষকে৷ ডাকার পরেও উনি হাজিরা না দিলে তখন উপযুক্ত ব্যবস্থা নেব৷ কিন্তু এখনই তাঁকে গ্রেপ্তার করা যাবে না৷ মামলার পরবর্তী শুনানি ২৫ এপ্রিল৷ তবে, তদন্তে সহযোগিতা করতে বলা হলেও ভারতীর ভোটের প্রচারের উপর কোনও নিষেধাজ্ঞা জারি করেনি দেশের শীর্ষ আদালত৷