বাঁকুড়া: মাওবাদী পোস্টার ঘিরে আতঙ্কের বাতাবরণ বাঁকুড়ায়৷ বেশ কয়েকবছর হল জঙ্গলমহলে শান্তি ফেরার পর সোমবার সকালে সারেঙ্গার বিএলআরও অফিসের দেওয়ালে লাল কালিতে লেখা বেশ কিছু পোস্টার দেখতে পায় স্থানীয়রা৷ পরে পুলিশ এসে পোস্টারে গুলি উদ্ধার করে৷
পোস্টারে রাজ্যের শাসক ও বিরোধী দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়েছে৷ এনাআরসি, সংখ্যালঘু নির্যাতন নিয়েও পোস্টারে ক্ষোভ প্রকাশ করা হয়েছে৷ পাশাপাশি পুলিশ ও জনসাধারণকে সরকারের দালাল বলে উল্লেখ করা হয়েছে৷
চিটফান্ড প্রতারণায় কেন্দ্র-রাজ্য উভয়কে কাঠগড়ায় তুলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে৷ পোস্টার গুলির নীচে লেখা আছে সিপিআই (মাওবাদী)৷ এতদিন পর হঠাৎ করে এলাকায় মাওবাদী কার্যকলাপ দেখে স্বভাবতই চিন্তিত এলাকাবাসী৷ তবে পোস্টারগুলি সত্যিই মাওবাদীদের নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে যা খতিয়ে দেখছে পুলিশ৷