ভোটের গরজ, ভোটের আশা, আ মরি বাংলা ভাষা! উধাও তৃণমূল-বিজেপির বাঙালিয়ানা!

ভোটের গরজ, ভোটের আশা, আ মরি বাংলা ভাষা! উধাও তৃণমূল-বিজেপির বাঙালিয়ানা!

 
বিবস্বান বসু:  নির্বাচনী রাজনীতির দড়ি টানাটানি বলছে, নবান্ন দখলের আসন্ন যুদ্ধে মেরুকরণের পাশাপাশি নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে বাংলা ও বাঙালির সত্ত্বা৷ হেভিওয়েট যুযুধান দুই পক্ষের একপক্ষ যখন অন্যের গায়ে ‘বহিরাগত’ তকমা সেঁটে দিতে আওয়াজ তুলছে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’, প্রতিপক্ষ শিবিরের অস্ত্র তখন ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি৷ কিন্তু সাম্প্রতিক রাজনীতির এই দ্বৈরথে নিদারুণ পরিহাস হল, দুই পক্ষেরই প্রার্থীতালিকায় বাংলা ভাষার মর্মন্তুদ অনুপস্থিতি৷ স্বভাবতই প্রশ্ন উঠছে, দুই দলই যখন গদি দখলের লড়াইয়ে বাঙালিয়ানাকে পুঁজি করছে, সেখানে কি ভোট-যোদ্ধাদের তালিকায় বাংলা হরফকে ঠাঁই দেওয়া যেত না? নাকি বাঙালি-অস্মিতা শুধুই জনগণেশের আবেগ উসকে দেওয়ার অস্ত্র, নেহাতই ভোটের গরজ, ভালোবাসা-আন্তরিকতা গৌণ?

গত লোকসভা নির্বাচনের প্রচারেই বিজেপি স্লোগান তুলেছিল, ‘উনিশে হাফ, একুশে সাফ’৷ দিল্লির সেই দৌড়ে নজরকাড়া সাফল্যের পরই বাংলার মসনদের লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে রক্তের স্বাদ পেয়ে যাওয়া পদ্ম-ব্রিগেড৷ আর এখন ভোট যখন দোরগোড়ায়, তখন তো রীতিমতো ঝড় তুলে দিয়েছেন নরেন্দ্র মোদি-অমিত শাহ-জেপি নাড্ডারা৷ নবান্ন দখলকে চাঁদমারি করে যবে থেকে আসরে নেমেছে বিজেপি, সেদিন থেকেই তাদের আস্তিনের তাস ‘সোনার বাংলা’ গড়ার হাতছানি, বাংলার সংস্কৃতি ফিরিয়ে আনার ডাক৷

অবাঙালির দলের ছাপ মুছতে (তার ওপর রয়েছে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগের কাঁটা) রবীন্দ্রনাথ থেকে বঙ্কিমচন্দ্র- বাংলার মনীষীদের প্রতি শ্রদ্ধা জানানোর ঢলও কম নয়৷ প্রান্তিক মানুষের মন ছুঁতে মোদির ব্রিগেড ভাষণে আবার উঠে এসেছে বাংলা ভাষায় ডাক্তারি-ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ করে দেওয়ার কথা৷ সেই বিজেপিই যখন বঙ্গজয়ের লক্ষ্যে গোটাদুয়েক আসন বাদ দিয়ে প্রথম দু’দফার ভোটের প্রার্থীতালিকা প্রকাশ করেছে, তখন তাতে ব্রাত্য বাংলা ভাষা৷ সর্বভারতীয় দল হিসেবে হিন্দি ভাষার ঠাঁই না-হয় মানা গেল, কিন্তু ইংরেজির পাশে কি জায়গা দেওয়া যেত না বাঙালির প্রাণের ভাষাকে?

তবে এব্যাপারে একা বিজেপিকে কাঠগড়ায় তুললে ঘোরতর অন্যায় হবে৷ কারণ, তৃণমূল কংগ্রেসও যে ২৯১ আসনের প্রার্থীতালিকা প্রকাশ করেছে, তাতেও অদ্ভুত ভাবে জায়গা হয়নি বাংলা ভাষার৷ সেখানে কেবলই উপস্থিতি ইংরেজির৷ ভোট বৈতরণি পেরোতে মমতা বন্দ্যোপাধ্যায়ও যেখানে লগ্নি করেছেন বাংলা ও বাঙালির গর্বে, সরব হচ্ছেন বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার দাবিতে, সেখানে তাঁর তালিকাতেও বাঙালির এই নিজস্ব আখরের অভাব কি বড় বেশি বেমানান নয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =