কলকাতা: এবার মুখ্যমন্ত্রীকে ‘খুনি’ বলে কটাক্ষ করেন বিজেপি নেতা মুকুল রায়৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে মুকুল রায় বলেন, ‘‘আজ আমি ন্যাজাটে গিয়েছিলাম৷ সেখানে নিখোঁজ ও মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেছি৷ আমি দেখলাম, আজ ন্যাজাটে দাবি উঠছে খুনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই৷ একটা সময় ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য খুনি৷ এখন মমতার বন্দ্যোপাধ্যায়ের শারিতেও রক্তের ছাপ লেগেছে৷ খুনি মুখ্যমন্ত্রীর বিচার চাই৷’’
এদিন সাংবাদিক বৈঠক করে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন৷ বলেন, ‘‘আজ বাদুড়িয়ায় নদী থেকে বস্তাবন্দি মাংস উদ্ধার হয়েছে৷ আমি জীবনে দেখিনি বস্তাবন্দি মাংস ফেলে দেওয়া হয়৷ বলা হচ্ছে, ওটা পশুর মাংস৷ এই ঘটনার তদন্ত হওয়া উচিত৷’’
বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর ও নতুন মূর্তি প্রতিষ্ঠা প্রসঙ্গে মুকুল রায় বলেন, ‘‘আজ মুখ্যমন্ত্রী বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করলেন৷ মুখ্যমন্ত্রী যখন মূর্তি প্রতিষ্ঠা করছে, ঠিক তখন ন্যাজারে স্বজনহারাদের কান্না৷ কী পরিহাস দেখুন, আজ বাংলার খুনি মুখ্যমন্ত্রী বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠা করলেন৷’’
ফের ভাঙল তৃণমূল৷ এবার তৃণমূল পরিচালিত দুটি পঞ্চায়েত দখল করল বিজেপি৷ আজ, বিজেপিতে নাম লেখান হুগলি জেলার তালপুর ও চাপাডাঙা পঞ্চায়েত বেশ কিছু সদস্য৷ আজ, বিজেপির পার্টি অফিস থেকে বেশ কয়েকজন তৃণমূল নেতাকর্মী গেরুয়া পতাকা তুলে নেন৷