bengal election target
নিজস্ব প্রতিনিধি: মাস দুয়েক আগের কথা। একটি কর্মসূচিতে সামিল হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপির ন্যূনতম লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন। শুভেন্দু বলেছিলেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি অন্তত ১৮০ টি আসনে জিতবে।এত সংখ্যা থাকতে কেন শুভেন্দু ১৮০ আসনের কথা বলেছিলেন?
সংখ্যালঘু ভোট bengal election target
পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১২৫টির মতো আসনে মূলত জয় পরাজয় নির্ধারিত হয় সংখ্যালঘু ভোটের ভিত্তিতে। মূলত মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, বীরভূম বা দুই চব্বিশ পরগনার পাশাপাশি হাওড়া, হুগলির একাংশ মিলিয়ে এই আসনগুলি রয়েছে। এই আসনগুলিতে সেভাবে জয়ের আশা করছে না বিজেপি। সেই জায়গায় কমবেশি ১৮০টি আসন রয়েছে যেখানে হিন্দু ভোটের সংখ্যা বেশি। আর শুভেন্দু প্রথম থেকেই হিন্দুত্ব ইস্যুতে জোর দিচ্ছেন। সেই কারণে ওই আসনগুলিতে বেশি জোর দিয়ে প্রত্যেকটিতে জিততে চাইছেন তিনি। চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে বিজেপি যে ৯০ টি বিধানসভায় এগিয়ে রয়েছে তা ওই আসনগুলির মধ্যেই পড়ে।
৯০টিতে তৃণমূল এগিয়ে bengal election target
এছাড়া লোকসভার ফলাফলের ভিত্তিতে বাকি ৯০টিতে তৃণমূল এগিয়ে থাকলেও সেই মার্জিন ধরাছোঁয়ার বাইরে নয়। এর মধ্যে বেশ কিছু বিধানসভা এলাকায় বাম-কংগ্রেস ভোট কাটায় তৃণমূলের সুবিধা হয়েছে। তাই প্রথম থেকে শুভেন্দু সিপিএমকে আরও প্রান্তিক শক্তিতে পরিণত করার উপর যেমন জোর দিয়েছেন, একই ভাবে জোর দিয়েছেন ‘হিন্দুত্ব লাইন’-এ হাঁটার উপর। তাই বাংলা দখলে ম্যাজিক ফিগার ১৪৮ হলেও শুভেন্দু অন্তত পক্ষে ১৮০টির কথা বলেছেন, যে টার্গেট স্পর্শ করা সম্ভব বলে রাজনীতির কারবারিরা মনে করেন। শুভেন্দু অত্যন্ত বাস্তববাদী। তাই লোকদেখানো ২০০-২৫০ আসনে জেতার কথা কথা বলেননি তিনি। আর অত্যন্ত ‘ক্যালকুলেটিভ’ নেতা বলেই শুভেন্দু নন্দীগ্রামে জিততে পেরেছিলেন। কারণ নন্দীগ্রামে হিন্দু প্রধান অঞ্চলগুলির অসংখ্য বুথে ৯৬-৯৮ শতাংশ ভোট পড়েছিল। তাই শুভেন্দু ভেবেচিন্তেই ১৮০ আসনের কথা বলেছিলেন বলে মনে করা হচ্ছে।
Politics: BJP sets a target of 180 seats for the 2026 West Bengal Assembly elections. Opposition leader Suvendu Adhikari emphasizes Hindu-majority constituencies while addressing challenges in minority-dominated areas. Insights into BJP’s strategy and election goals.