আরও কোণঠাসা দিলীপ-জুটি! রাজ্য বিজেপিতে বড় রদবদল! উইনিং-জুটিতে ভাঙন

আরও কোণঠাসা দিলীপ-জুটি! রাজ্য বিজেপিতে বড় রদবদল! উইনিং-জুটিতে ভাঙন

কলকাতা: দলের অন্দরে অশান্তি আগেই লেগেছিল৷ দেবীপক্ষে তা চাগিয়ে উঠেছিল বেশ খানিকটা৷ যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁয়ের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ছিলেন দিলীপ ঘোষ৷ সেই দ্বন্দ্ব-পর্ব মিটতে না মিটতেই এবার দলের অন্দরে কার্যত কোণঠাসা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ হারালেন তার সহযোগীকে৷ এতদিন দিলীপ ঘোষ যাঁর ওপরে ভরসা করে সংগঠন চালিয়ে এসেছেন, লোকসভা নির্বাচনে বড় সহজ জয় এনে দিয়েছেন, সেই গুরুত্বপূর্ণ নেতাকেই এবার হারালেন দিলীপ৷

একুশে ভোটের আগে রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল৷ রাজ্য বিজেপির সাংগঠনিক সম্পাদক পদে ঘটানো হয়েছে বদল৷ দিলীপ ঘোষের ঘনিষ্ঠ সুব্রত চট্টোপাধ্যায়কে সরিয়ে অমিতাভ চক্রবর্তীকে রাজ্য বিজেপির সাংগঠনিক সম্পাদক পদে বসানো হয়েছে৷ যদিও এই সুব্রত চট্টোপাধ্যায়কে সঙ্গে জুটি বেঁধে লোকসভা নির্বাচনে বড় সাফল্য আনতে পারেছিলেন দিলীপ ঘোষ৷ কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে আচমকা সুব্রতকে সরিয়ে অমিতাভ চক্রবর্তীকে তুলে আনার আনার পিছনে যথেষ্ট কারণ রয়েছে৷ নতুন সাংগঠনিক সম্পাদক আরএসএস ঘনিষ্ঠ৷

সাংগঠনিক প্রশ্নের বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছিল দলের অন্দরে৷ কেন্দ্রীয় নেতৃত্ব মনে করা মনে করেছে, সংগঠন যেভাবে গড়ে তোলা উচিত ছিল কিংবা সংগঠনের ক্ষত মেরামত করতে যতটা উদ্যোগ দেওয়া উচিত ছিল, তা পালনে খামতি ছিল৷ যদিও, দলের নেতৃত্বের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা পড়েছে দিল্লির নেতাদের অন্দরে! অভিযোগ জমা পড়লেও অমিত শাহ চাইছিলেন না বাংলা ভোটের আগে দিলীপ-সুব্রতর জুটির ভাঙা হোক৷ কেননা, এই জুটির হাত ধরে উনিশের লোকসভা নির্বাচনে বিজেপির নজরকাড়া সাফল্য এসেছে৷ কিন্তু, দলের অন্দরে ভাবে ক্ষোভ বাড়ছে, তাতে সেই জুটি ভাঙতে এবার হস্তক্ষেপ করল কেন্দ্রীয় নেতৃত্ব৷

জানা গিয়েছে, আরএসএস ঘনিষ্ঠ সুব্রত চট্টোপাধ্যায় দীর্ঘ দিন ধরে সাংগঠনিক সম্পাদক পদ সামলে এসেছেন৷ দিলীপ ঘোষের সঙ্গে সুব্রতর জুটির হাত ধরে এসেছে সাফল্য৷ কিন্তু, লোকসভার সাফল্যের পর দলের অন্দরে বেড়েছে বিদ্রোহের আগুন৷ ফলে, দলের অন্দরের আগুন নেভাতে জয়ের জুটি ভাঙার মতো কড়া সিদ্ধান্ত নিতে হল কেন্দ্রীয় নেতৃত্বকে৷ যদিও, সাংগঠিক সম্পাদক পদে আসা অমিতাভ চক্রবর্তী আরএসএস ঘনিষ্ঠতা রয়েছে৷ সাম্প্রতিককালে সহকারী সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছিল অমিতাভকে৷ আজ আচমকা সুব্রতকে অব্যাহতি দিয়ে অমিতাভকে দায়িত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে৷ সংগঠন পরিচালনার কাজ, দলের শক্তি বাড়ানোর মতো সমস্ত গুরুদায়িত্ব এখন সরাসরি চলে গেল অমিতাভ চক্রবর্তীর হাতে৷

লোকসভায় বিজেপির বাংলায় জয় ছিনিয়ে আনা জুটি ভেঙে  আদৌ বাংলা বিধানসভা নির্বাচনে তার সুফল বিজেপি ঘরে তুলতে পারবে কি না, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল৷ জুটি ভেঙে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই কিছুটা হলেও কোণঠাসা দিলীপ ঘোষ, মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 6 =