দিনহাটা : প্রার্থীর নাম ঘোষণার পরেই ফের শাসকদলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। অভিযোগ, আর্থিক লেনদেন নিয়ে পঞ্চায়েত সমিতির সদস্যের সঙ্গে তৃণমূল পঞ্চায়েত প্রধান রেহেনা বিবির স্বামীর সঙ্গে বচসা চলছিল। বুধবার রাতে সেই বচসা বড় আকার ধারণ করে। দুই গোষ্ঠীর সদস্যেরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এলাকায় চলে কয়েক রাউন্ড গুলি। যদিও কোনও হতাহতের খবর মেলেনি। ঘটনাস্থলে যায় দিনহাটা মহকুমা পুলিস আধিকারিক মানবেন্দ্র দাস ও আই সি সঞ্জয় দত্তের নেতৃত্বে পুলিস বাহিনী। রাতেই পঞ্চায়েতের প্রধান রেহেনা বিবির বাড়িতে ভাঙচুর চলানো হয় বলে অভিযোগ। ঘটনায় পঞ্চায়েত সমিতির সদস্য মানু মিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন রেহেনা বিবি।
ভোটের আগেই শাসকদলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত দিনহাটা
দিনহাটা : প্রার্থীর নাম ঘোষণার পরেই ফের শাসকদলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। অভিযোগ, আর্থিক লেনদেন নিয়ে পঞ্চায়েত সমিতির সদস্যের সঙ্গে তৃণমূল পঞ্চায়েত প্রধান রেহেনা বিবির স্বামীর সঙ্গে বচসা চলছিল। বুধবার রাতে সেই বচসা বড় আকার ধারণ করে। দুই গোষ্ঠীর সদস্যেরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এলাকায় চলে কয়েক রাউন্ড গুলি। যদিও কোনও হতাহতের খবর