দল ঢোকার আগেই হাসিনকে ঘিরে বিদ্রোহ বিজেপির অন্দরে

কলকাতা: তাঁকে ঘিরে যত বিতর্ক৷ সে ক্রিকেটিয় ময়দানে হোক অথবা ঘর সংসারে৷ এবার সেই মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহানকে নিয়ে বিজেপির অন্দরে শুরু হল চরম বিতর্ক৷ রবিবার ভরসন্ধ্যায় বিজেপির পার্টি অফিসে পৌঁছে সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন হাসিন জাহান৷ হাসিনকে বিজেপির পার্টি অফিসে দেখা মাত্রই শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে জল্পনা৷ তাহলে কি

দল ঢোকার আগেই হাসিনকে ঘিরে বিদ্রোহ বিজেপির অন্দরে

কলকাতা: তাঁকে ঘিরে যত বিতর্ক৷ সে ক্রিকেটিয় ময়দানে হোক অথবা ঘর সংসারে৷ এবার সেই মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহানকে নিয়ে বিজেপির অন্দরে শুরু হল চরম বিতর্ক৷

রবিবার ভরসন্ধ্যায় বিজেপির পার্টি অফিসে পৌঁছে সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন হাসিন জাহান৷ হাসিনকে বিজেপির পার্টি অফিসে দেখা মাত্রই শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে জল্পনা৷ তাহলে কি হাসিন এবার বিজেপিতে যোগ দিচ্ছেন? বিজেপির অন্দরে খবর দলে যোগ দেওয়ার বিষয়ে একপ্রস্থ কথা হয়ে গিছে হাসিন জাহানের৷ হাসিনকে দলে টানতে লকেট চট্টোপাধ্যায়ও তৎপরতা শুরু করেছেন বলে খবর৷ তবে হাসিনকে দলে ঢোকানো নিয়ে ইতিমধ্যেই নারাজ বিজেপির একাংশ৷

রাজ্য বিজেপি সভাপতি জানিয়েছেন, হাসিন জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক আছে৷ এইরকম বিতর্কের লোকজন দলে আসলে দলের বিড়ম্বনা বেড়ে যায়৷ ব্যক্তিগত বিতর্ক তখন দলের বিতর্ক হয়ে দাঁড়ায়৷ ফলে তাঁকে দলে নেওয়া নিয়ে এখনই কিছু ভাবা হচ্ছে না৷

হাসিনকে দলে নেওয়া বিষয়ে আপত্তি তুলেছে সংখ্যালঘু মোর্চা৷ সূত্রের খবর, হাসিনাকে নিয়ে দ্রুত কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না বিজেপি৷ আপাতত হাসিনাকে নিয়ে ধীরে চল নীতি নিয়েছে বিজেপি৷ গত বছর মহম্মদ শামির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনার পর থেকে হাসিনাকে ঘিরে শুরু হয় বিতর্ক৷ ইতিমধ্যেই বধূ নির্যাতনের অভিযোগ তুলে দায়ের করা মামলা চলছে মামলা-মোকদ্দমা চলছে আদালতে৷

দলের একাংশ পরিষ্কার জানিয়ে দিয়েছে, হাসিনার ব্যক্তিগত জীবন সংখ্যালঘু মহল ভালো চোখে মেনে নেবে না৷ তা দলীয় নেতৃত্বকে জানানো হয়েছে৷ এরপর দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে৷ এদিকে বিতর্কিত নিয়ে এভাবে ভাবমূর্তি নষ্ট করতে চাইছে না রাজ্য বিজেপি৷ ফলে শোভন-বৈশাখী বিতর্কের পর এবার হাসিনকে নিয়েও যথেষ্ট সতর্ক রাজ্য বিজেপি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − six =