বেদল পুরসভার, রাজ্যের নয়া কৌশলে বিপাকে বিজেপি

কলকাতা: দিল্লি গিয়ে দলবদল করেও পুরসভায় দখলে নিতে পারল না বিজেপি৷ নৈহাটি পুরসভায় অনাস্থা আনার দাবি চলে গেল ঠাণ্ডাঘরে৷ আজ, পুরসভায় দখলের লক্ষ্যে নৈহাটি পুরসভার ১৮জন কাউন্সিলরের স্বাক্ষরিত অনাস্থা প্রস্তাবের চিঠি জমা দেয় বিজেপি৷ কাউন্সিলরদের তরফে এগজিকিউটিভ অফিসারের কাছে অনাস্থা আনার প্রস্তাব জমা পড়তেই নৈহাটি পুরসভায় সরাসরি প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার৷ এবিষয়ে পুরমন্ত্রী ফিরহাদ

বেদল পুরসভার, রাজ্যের নয়া কৌশলে বিপাকে বিজেপি

কলকাতা: দিল্লি গিয়ে দলবদল করেও পুরসভায় দখলে নিতে পারল না বিজেপি৷ নৈহাটি পুরসভায় অনাস্থা  আনার দাবি চলে গেল ঠাণ্ডাঘরে৷ আজ, পুরসভায় দখলের লক্ষ্যে নৈহাটি পুরসভার ১৮জন কাউন্সিলরের স্বাক্ষরিত অনাস্থা প্রস্তাবের চিঠি জমা দেয় বিজেপি৷ কাউন্সিলরদের তরফে এগজিকিউটিভ অফিসারের কাছে অনাস্থা আনার প্রস্তাব জমা পড়তেই নৈহাটি পুরসভায় সরাসরি প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার৷

এবিষয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, পুর ও নগরোন্নয়ন সচিব সুব্রত গুপ্তর সঙ্গে আলোচনা করে নৈহাটি পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ৩১ আসনের নৈহাটি পুরসভার ২৯ কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন৷ ফলে, সংখ্যাগরিষ্ঠতার নিরিখে নৈহাটি পুরসভায় পদ্ম শিবিরের থাকার কথা৷  কিন্তু, কাউন্সিলরদের অনাস্থা ভোটের দাবি কার্যত উড়িয়ে প্রশাসক বসানোর সিদ্ধান্ত রাজ্যের৷ প্রশাসক বসানোর পর আদৌ অনাস্থা ভোট হয় কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − nineteen =