বাম প্রার্থীকে রাস্তায় ফেলে মার, রিপোর্ট তলব কমিশনের

গুরুদাস নগরের বজোর তলাতে সিপিএম প্রার্থী ফুয়াদ হালিমের মিছিলে হামলা। ঘটনার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। পাল্টা হামলার অভিযোগ তুলেছে তৃণমূলও। শনিবার সকালে সিপিআইএম প্রার্থী ফুয়াদ হালিম মিছিলে করে এলাকায় প্রচার করছিলেন। ওই সময় ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এলাকায় মিছিল করছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাও। দুটি মিছিল হঠাৎ-ই মুখোমুখি এসে পড়ে। মিছিলে

বাম প্রার্থীকে রাস্তায় ফেলে মার, রিপোর্ট তলব কমিশনের

গুরুদাস নগরের বজোর তলাতে সিপিএম প্রার্থী ফুয়াদ হালিমের মিছিলে হামলা। ঘটনার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। পাল্টা হামলার অভিযোগ তুলেছে তৃণমূলও।

শনিবার সকালে সিপিআইএম প্রার্থী ফুয়াদ হালিম মিছিলে করে এলাকায় প্রচার করছিলেন। ওই সময় ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এলাকায় মিছিল করছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাও। দুটি মিছিল হঠাৎ-ই মুখোমুখি এসে পড়ে। মিছিলে দুই দলের কর্মী সমর্থকরা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। অশান্তি ক্রমশ সংঘর্ষের চেহারা নেয়। বামপ্রার্থীকে রাস্তায় ফেলে মারা হয়৷ আক্রান্ত হন বাম কর্মীরা৷ লাঠি নিয়ে চড়াও হয়ে মারধর করা হয় বলেও অভিযোগ৷ এরপরেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার থানার পুলিশ।

বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ বাহিনী। এই ঘটনায় কয়েকজন বাম সমর্থকে আহত অবস্থায় ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়৷ ফুয়াদ হালিমের উপর আক্রমণের ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জানতে চেয়েছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *