‘আমাকে মার, না হলে বিপদে পড়ে যাবি’, অর্জুন ময়দানে আমন্ত্রণ মদনের

কলকাতা: ভোটের হিংসায় রণক্ষেত্রে ভাটপাড়া৷ জারি ১৪৪ ধারা৷ আর কয়েক ঘণ্টা পর প্রকাশিত হবে ভাটপাড়া বিধানসভা ও বাকারপুর লোকসভা নির্বাচনের ভোটের ফলাফল৷ তার মাঝেই এবার অর্জুনকে বার্তা পাঠালেন মদন মিত্র৷ সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট পোস্ট করে ২৩ তারিখ দেখা হবে বলে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন মদন মিত্র৷ অর্জুনকে তাঁর প্রস্তাব, ‘‘অন্য কাউকে মারিস না৷ তুই যেখানে বলবি,

‘আমাকে মার, না হলে বিপদে পড়ে যাবি’, অর্জুন ময়দানে আমন্ত্রণ মদনের

কলকাতা: ভোটের হিংসায় রণক্ষেত্রে ভাটপাড়া৷ জারি ১৪৪ ধারা৷ আর কয়েক ঘণ্টা পর প্রকাশিত হবে ভাটপাড়া বিধানসভা ও বাকারপুর লোকসভা নির্বাচনের ভোটের ফলাফল৷ তার মাঝেই এবার অর্জুনকে বার্তা পাঠালেন মদন মিত্র৷ সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট পোস্ট করে ২৩ তারিখ দেখা হবে বলে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন মদন মিত্র৷ অর্জুনকে তাঁর প্রস্তাব, ‘‘অন্য কাউকে মারিস না৷ তুই যেখানে বলবি, আমি মার খেতে সেখানে চলে যাব৷’’

ভিডিওতে মদনকে বলতে শোনা যাচ্ছে, ‘‘থ্যাঙ্ক ইউ অর্জুন৷ আর গুন্ডামি করিস না৷ আগুন জ্বালাস না৷ আমি তোর দাদা হিসেবে বলছি৷ এসব বন্ধ করে দে৷ ভোট তো যা হওয়ার হয়ে গিয়েছে৷ কারচুপি, জোচ্চুরি, রিগিং, টাকা ছড়ানো, রক্ত ঝরানো, যা তোকে মানায় সবই করে ফেলেছিস৷ এগুলি অবশ্য তোকেই মানায়৷ এসব আর করিস না ভাল থাকিস৷ ২৩ তারিখ ময়দানে দেখা হবে৷’’

অর্জুনকে চ্যালেঞ্জের সুরে তাঁর প্রস্তাব, ‘‘কাউকে না মারার ইচ্ছে থাকলে আমায় বলবি৷ যেখানে বলবি চলে যাব৷  আমি হাত তুলে দাঁড়িয়ে থাকব৷ তোকে মারার সুযোগ দেব৷ তবে ভুলেও কিন্তু বলিস না দাদা, তুমিও আমায় একটু মারো৷ তাহলে কিন্তু বিপদে পড়ে যাবি৷ আমাকে মারার আগে একটু খাইয়ে টাইয়ে নিস৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =