ভোট দিতে বাধা, বাঁশ হাতে তাণ্ডব মহিলাদের! লণ্ডভণ্ড তৃণমূলের ক্যাম্প

বোলপুর: ফের রণক্ষেত্র নানুর৷ ভোটারদের মারধরের অভিযোগ৷ পাল্টা হামলা জনতার৷ তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর৷ তৃণমূল কর্মীদের জন্য তৈরি রান্না করা খাবার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় কুইক রেসপন্স৷ জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় বাসিন্দাদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে৷ এক প্রবীণ ব্যক্তিকে মারধরের করা হয় বলেও

ভোট দিতে বাধা, বাঁশ হাতে তাণ্ডব মহিলাদের! লণ্ডভণ্ড তৃণমূলের ক্যাম্প

বোলপুর: ফের রণক্ষেত্র নানুর৷ ভোটারদের মারধরের অভিযোগ৷ পাল্টা হামলা জনতার৷ তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর৷ তৃণমূল কর্মীদের জন্য তৈরি রান্না করা খাবার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় কুইক রেসপন্স৷

ভোট দিতে বাধা, বাঁশ হাতে তাণ্ডব মহিলাদের! লণ্ডভণ্ড তৃণমূলের ক্যাম্পজানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় বাসিন্দাদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে৷ এক প্রবীণ ব্যক্তিকে মারধরের করা হয় বলেও অভিযোগ৷ এরই প্রতিবাদে বাঁশ-লাঠি হাতে বেরিয়ে আসেন গ্রামের মহিলার৷ গড়ে তোলেন প্রতিবাদ৷ পাল্টা হামলাও চালে৷ স্থানীয় মহিলারা তৃণমূলের ক্যাম্প অফিসে তাণ্ডব চালান৷ তৃণমূল কর্মীদের জন্য তৈরি হওয়া রান্না করা খাবারও নষ্ট করা হয়৷ পড়ে গ্রামের রাস্তায় লাঠি হাতে গ্রাম পাহাড়া দিতে থাকেন মহিলারা৷ পরে পুলিশ পৌঁছে উত্তেজনা নিয়ন্ত্রণে আনে৷ তবে, পুলিশ আসার আগে স্থানীয় মহিলা তৃণমূল নেতা-কর্মীদের বাড়িতে চড়াও হয়৷ ভাঙা হয় তৃণমূল কর্মীদের বাড়ি৷ উত্তেজিত জনতাকে দেখে হাতজোড় করে ক্ষমাও চান তৃণমূল নেতার স্ত্রীর৷ তবুও চলে হামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =