আর মানিয়ে নিতে পারছি না! ‘বাজারি কোম্পানি’র বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল বিধায়ক

আর মানিয়ে নিতে পারছি না! ‘বাজারি কোম্পানি’র বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল বিধায়ক

বারাকপুর: লক্ষ্য ক্ষমতা দখলে রাখা৷ একুশের নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ঘর গোছানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসকদল তৃণমূল৷ লোকসভা নির্বাচনে আচমকা বিজেপির উত্থান দেখে রাতারাতি ‘ভোটগুরু’ প্রশান্ত কিশোরকে দায়িত্ব দিয়েছে তৃণমূল৷ তৃণমূলের খোলনলচে বদলে দলের শুদ্ধিকরণের পথে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে প্রশান্ত কিশোরের সংস্থা৷ ‘দিদিকে বলো’ কর্মসূচি থেকে শুরু করে একের পর এক জনসংযোগ কর্মসূচি চালিয়ে গিয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা৷ উপনির্বাচনে এসেছে বড় সাফল্য৷ কিন্তু এই প্রশান্ত কিশোরের বিরুদ্ধেই এবার বিস্ফোরক অভিযোগ তুললেন আরও এক তৃণমূল বিধায়ক৷ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, প্রশান্ত কিশোরের সংস্থার বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ৷ এবার বিধায়ক মিহির গোস্বামীর পর প্রশান্ত কিশোরের সংস্থার বিরুদ্ধে সবর হলেন আরও এক তৃণমূল বিধায়ক৷ সরাসরি তুললেন গ্রেফতারির আশঙ্কা৷

এমনিতেই শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে অস্বস্তি বেড়েছে তৃণমূলের অন্দরে৷ দলের সঙ্গে বেড়েছে তাঁর দূরত্ব৷ হারিয়েছেন দলের বেশ কিছু পদ৷ ‘দাদার অনুগামী’দের মঞ্চে একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শুভেন্দু৷ তাঁর এই আবস্থান বাড়িয়েছে জল্পনা৷ বিজেপির তরফেও শুভেন্দুকে দেওয়া হয়েছে দলে যোগদানের প্রস্তাব৷ শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, তখনই তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর সঙ্গে কোচবিহারের বিজেপি বিধায়কের সাক্ষাৎকার নতুন মাত্রা জল্পনা বাড়িয়েছে৷ উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গে ‘ঠিকাদার সংস্থা’র বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত৷

দলীয় কর্মীদের নিয়ে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দেন শীলভদ্র দত্ত৷ সেখানে প্রশান্ত কিশোরের সংস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তৃণমূল বিধায়ক৷ সরাসরি গ্রেফতারি আশঙ্কা করে তৃণমূল বিধায়ক বলেন, ‘‘কোনও দিন আমার বিরুদ্ধে একটিও দুর্নীতির অভিযোগ ওঠেনি৷ আর উঠবেও না৷ বর্তমানে কোনও কোনও মহল দাবি করছে, মুকুল রায়ের কাছ থেকে ৭ কোটি টাকা নিয়েছি আমি৷ আর অর্জুন সিং গ্রেফতার হলে আমিও নাকি গ্রেফতার হব৷’’

বারাকপুর থেকে ভোটে না দাঁড়ানোর ঘোষণা করে তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্তের মন্তব্য, ‘‘আর আমি ভোটে দাঁড়াব না৷ আমার অসুস্থতা এখন দলের কাছে দোহাই হয়ে দাঁড়িয়েছে৷ কিন্তু বাস্তবটা সবাই জানে৷ কেউ তা বলতে পারছে না৷’’ প্রশান্ত কিশোর ও দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে শীলভদ্রের বিদ্রোহ, ‘‘একটি বাজারি কোম্পানিটাকা নিয়ে ভোট করাতে আসছে৷ আমাকে বলা হয়েছে, ভোট নিয়ে আর ভাবতে হবে না৷ ভোট বাজারি কোম্পানি করবে৷ আমাকে জ্ঞাণ দিচ্ছে৷ ১০ বছর আমি রাজনীতি করছি৷ আমাকে রাজনৈতিক জ্ঞান দিচ্ছে বাজারি কোম্পানি৷ এমন পরিবেশে আর মানিয়ে নিতে পারছি না৷ আমিও অনেকের মতো বহু সিঁড়ি ভেঙে আজ এই পর্যন্ত এসেছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 11 =