বড়মার সই জাল, শান্তনুর বিরুদ্ধে মামলা পুলিশের

বারাসত: বড়মা বীণাপাণিদেবীর সই জাল করা হয়েছে বলে সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর সোমবার গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। ওই অভিযোগকে এফআইআর হিসাবে গ্রাহ্য করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর এবং তাঁর ছেলে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করল পুলিশ। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, সই জাল করার অভিযোগ দায়ের হয়েছিল।

বড়মার সই জাল, শান্তনুর বিরুদ্ধে মামলা পুলিশের

বারাসত: বড়মা বীণাপাণিদেবীর সই জাল করা হয়েছে বলে সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর সোমবার গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। ওই অভিযোগকে এফআইআর হিসাবে গ্রাহ্য করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর এবং তাঁর ছেলে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করল পুলিশ।

মঙ্গলবার পুলিশ জানিয়েছে, সই জাল করার অভিযোগ দায়ের হয়েছিল। এফআইআরে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর ও শান্তনু ঠাকুর দু’জনেরই নাম ছিল। জালিয়াতির অভিযোগ অনুযায়ী ৪৬৫ ধারায় ‘জালিয়াতি’ (জামিন যোগ্য) এবং ৪৬৮ ধারায় প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি (জামিন অযোগ্য) ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে, এই জালিয়াতির অভিযোগ নিয়ে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে এখন সবুজ বনাম গেরুয়া শিবিরে তুমুল শোরগোল শুরু হয়েছে। এই রাজনৈতিক ডামাডোল নিয়ে প্রবল অসন্তুষ্ট মতুয়া সম্প্রদায়ের সাধারণ ভক্তবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 13 =