বারাকপুর: বিজেপির ডাকা ১২ ঘণ্টা বারাকপুর লোকসভা বনধের জেরে বিপর্যস্ত জনজীবন৷ চলছে বনধের সমর্থনে পিকেটিং৷ বনধ রুখতে পাল্টা মিছিল তৃণমূলের৷ তৃণমূল-বিজেপির চাপানউতোর কার্যকত জেরবার সাধারণ জনজীবন৷
ইতিমধ্যেই বারাকপুর, ভাটপাড়া, শ্যামনগর, কাঁকিনাড়া প্রভৃতি এলাকায় কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে৷ মোড়ে মোড়ে চলছে পুলিশের টহলদারি৷ তবুও পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলছে বনধের সমর্থনে পিকেটিং৷ জোর করে দোকানপাট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে৷ একই সঙ্গে পাল্টা আসলে নেমেছে রাজ্যের শাসক দল৷ দোকাল খোলা রাখতে সাধারণ ব্যবসায়ীদের চাপ দেওয়া হচ্ছে বলে খবর৷ বন্ধ একাধিক কারখানা৷ অশান্তির আশঙ্কায় কাজে যোগ দেননি শ্রমিকরা৷ ইতিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা রয়েছে৷
বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের উপর হামলার প্রতিবাদে আজ সোমবার বনধ ডাকেছে বিজেপি৷ চলছে ১২ ঘণ্টা বারাকপুর লোকসভা বনধ৷ বনধের আওতার বাইরে থাকছে জরুরি পরিষেবা৷ সোমবার সকাল ছ’টা থেকে চলছে বনধ৷ একই সঙ্গে বাংলাজুড়ে একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি৷
অর্জুন সিংয়ের হামলার প্রতিবাদে আজ সোমবার গোটা রাজ্যজুড়ে এসপি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে৷ ফলে সোমবার বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে নতুন করে অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা পুলিশ মহলে৷ ইতিমধ্যেই সমস্ত এসপি অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ এসপি অফিসের আগেই ব্যারিকেড করে বিজেপি কর্মীদের রুখতে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও পুলিশ সূত্রে খবর৷ রাজ্য বিজেপির অভিযোগ, দফায় দফায় যেভাবে রাজ্য বিজেপি সভাপতি থেকে শুরু করে সাংসদ, বিধায়করা যে ভাবে আক্রান্ত হচ্ছেন, তারই প্রতিবাদে এই কর্মসূচি বলে বিজেপি সূত্রে খবর৷