বাংলায় দেউলিয়া রাজনীতি চলছে: পার্থ

কলকাতা: বাংলায় সিপিএম দেউলিয়া রাজনীতির পথ ধরেছে। ওদের একমাত্র চাহিদা, কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানো যায়। সেই কারণে এখন জেলায় জেলায় এই দুই দলের অফিস উঠে যাচ্ছে। চলতি নির্বাচন প্রক্রিয়া চলাকালীনই বহু জায়গায় সিপিএমের মাঝারি ও নিচুতলার নেতা এবং কর্মীরা প্রায় রোজই বিজেপি’তে গিয়ে নাম লেখাচ্ছেন। আর কয়েকদিন পরে স্বয়ং সূর্যকান্ত মিশ্ররাই হয়তো মমতাকে

2ca18ef4f2dd6e23bdedd0141d5a7448

বাংলায় দেউলিয়া রাজনীতি চলছে: পার্থ

কলকাতা: বাংলায় সিপিএম দেউলিয়া রাজনীতির পথ ধরেছে। ওদের একমাত্র চাহিদা, কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানো যায়। সেই কারণে এখন জেলায় জেলায় এই দুই দলের অফিস উঠে যাচ্ছে। চলতি নির্বাচন প্রক্রিয়া চলাকালীনই বহু জায়গায় সিপিএমের মাঝারি ও নিচুতলার নেতা এবং কর্মীরা প্রায় রোজই বিজেপি’তে গিয়ে নাম লেখাচ্ছেন।

আর কয়েকদিন পরে স্বয়ং সূর্যকান্ত মিশ্ররাই হয়তো মমতাকে হটাতে নরেন্দ্র মোদির দলে গিয়ে ভিড়বেন। শনিবার কলকাতা প্রেস ক্লাব আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন রাজ্যের শাসকদল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী তালিকা তৈরি থেকে শুরু করে প্রচারের ধরন দেখে সিপিএম এবং কংগ্রেস নেতৃত্ব বারবার অভিযোগ করছে যে, চূড়ান্ত মেরুকরণের রাজনীতি করে এবারের নির্বাচনে আসন ভাগাভাগির গট আপ গেম খেলছে বিজেপি এবং তৃণমূল। সেই প্রসঙ্গেই এদিন পাল্টা তোপ দেগে সূর্যকান্ত মিশ্রদের পাশাপাশি সোমেন মিত্রদেরও কাঠগড়ায় তোলেন পার্থবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *