বেপরোয়া বাংলাদেশ: বঙ্গে হিন্দুত্ব ইস্যু জাগিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে বিজেপি?

Hindutva issue in West Bengal বাংলাদেশ জুড়ে যে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে ভারত তথা বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর…

Hindutva issue in West Bengal

Hindutva issue in West Bengal

বাংলাদেশ জুড়ে যে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে ভারত তথা বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার দাবি করেছেন বাংলাদেশে বসবাসকারী বহু সংখ্যালঘু হিন্দু আক্রান্ত হয়েছেন। গোটা পরিস্থিতির উপর নয়াদিল্লি নজর রাখছে বলেও জানিয়েছেন তিনি। আর এই বিষয়টি নিয়েই হিন্দুত্ব ইস্যু জাগিয়ে তুলে রাজ্যে ঘুরে দাঁড়াতে চাইছে বিজেপি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। হিন্দুর আক্রান্ত, এমন বার্তা দিতে দেখা যাচ্ছে গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের। (Hindutva issue in West Bengal)

BJP aims to revive Hindutva issue in West Bengal

এই ইস্যুতে ‘এক কাঠি উপরে’ গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছে,

“এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবেন। আপনারা তৈরি থাকুন। আমি তো তৈরি আছি। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে বলব কেন্দ্রের সঙ্গে কথা বলুন। সিএএ-তে পরিষ্কার বলা আছে ধর্মীয় উৎপীরণের কারণে কেউ এলে তাঁকে আশ্রয় দিতে হবে।”

শুভেন্দুর এই বক্তব্যেই স্পষ্ট হিন্দুত্ব ইস্যুকে তুলে ধরেই আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের উপর চাপ সৃষ্টি করতে চাইছে বিজেপি।

Hindu minorities in Bangladesh

ঘটনা হল লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে খারাপ ফল করেছে। গতবারের থেকে তাদের ছ’টি আসন কমে গিয়েছে। তৃণমূল পেয়েছে ২৯ টি আসন।

Hindutva politics

তবে বিজেপির ভোট শতাংশ সেভাবে কিন্তু কমেনি। তৃণমূলের বিপুল সাফল্যের মধ্যেও বিজেপি প্রায় ৩৯ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছে। বলাবাহুল্য এর পুরোটাই কার্যত হিন্দু ভোট। তাই বিজেপির আশা আগামী দিনে রাজ্য জুড়ে যদি নতুন করে হিন্দুত্বের ঢেউ তোলা যায় তাহলে তার নিশ্চিত ফল পাওয়া যাবে ভোট বাক্সে। সেজন্য দরকার একাধিক ইস্যু।

Political unrest in Bangladesh

ঠিক সেই সময়েই পশ্চিমবঙ্গ তথা ভারতের পড়শি দেশ বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে বাংলায় হিন্দুত্ব ইস্যু জাগিয়ে তোলার চেষ্টা শুরু করে দিয়েছে বিজেপি, এমনটাই মনে করছেন রাজনীতি কারবারিদের একাংশ। তবে বিধানসভা নির্বাচনের এখনও প্রায় পৌনে দুই বছর বাকি। তার আগে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে নিঃসন্দেহে বহু বদল হবে। তার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব ভোট বাক্সে পড়তে বাধ্য। যদিও সেটা ভবিষ্যতের কথা। তাই বিজেপি এখন থেকেই চাইছে হিন্দুত্ব ইস্যু আঁকড়ে ধরে তৃণমূলের উপর চাপ বাড়াতে। সে কাজে তারা আদৌ সফল হবে কিনা সময়ই তার জবাব দেবে।

 

আরও পড়ুন-

চাওসেস্কু থেকে হাসিনা, বাসভবনে গণ-তাণ্ডব, শাসকের কন্ট্রোল জনতার

আশ্রয় চাওয়ার আগেই হাসিনার জন্য দরজা বন্ধ করল আমেরিকা! 

নোবেলজয়ী মহম্মদ ইউনুসই হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান!

ক্ষোভের মুখে শেখ হাসিনাকেই দুষছেন তাঁর দলের নেতারা

হাসিনাকে কি আশ্রয় দেবে ভারত? সমস্যা ঠিক কোথায়?

দেশটা গড়লেন যে মুজিব তাঁকেই অপমান! এ কেমন বাংলাদেশ? 

বুদ্ধদেবের মতোই কি ভুল করলেন হাসিনা? শাসকের ছবি সর্বত্র এক…

পুলিশশূন্য ঢাকা, আতঙ্কে ফাঁকা বহু থানা, তার মধ্যেই পুলিশের ৯ দফা দাবি

বাংলাদেশে প্রধানমন্ত্রীর কুর্সিতে সলিমুল্লাহ খান? জানেন তাঁর পরিচয়?

Politics: The BJP is trying to revive the Hindutva issue in West Bengal amid the violent situation in Bangladesh, with political leaders emphasizing the plight of Hindu minorities to gain traction in the upcoming elections.