নয়াদিল্লি: স্বাস্থ্য ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য রাজ্যের৷ এমনই তথ্য দিচ্ছে কেন্দ্রের সমীক্ষা৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, এই মুহূর্তে গোটা দেশের মধ্যে যক্ষ্মা আক্রান্তের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ এখন অষ্টম স্থানে৷ রিপোর্ট বলছে, রাজ্যে এই মুহূর্তে এক লক্ষের বেশি মানুষের দেহে যক্ষ্মার জীবাণু মিলেছে৷ গোটা দেশে মোট ২১ লক্ষের শরীরে পাওয়া গিয়েছে যক্ষ্মার জীবাণু৷
দেশজুড়ে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা বাড়লেও উল্লেখযোগ্যভাবে পশ্চিমবঙ্গ অনেকটাই পেছনে রাজ্যে৷ এই মুহূর্তে এক লক্ষ চার হাজার ৮৬২ জনের শরীরে রয়েছে এই জীবাণু৷ গোটা দেশে আক্রান্তের সংখ্যার নিরিখে দেশের শীর্ষ স্থানে রয়েছে যোগীর রাজ্য উত্তরপ্রদেশ৷ সেখানে প্রায় সাড়ে চার লক্ষ কাছাকাছি রোগীর শরীরে মিলেছে এই জীবাণু৷ নরেন্দ্র মোদির দুর্গ গুজরাটে যক্ষ্মায় আক্রান্ত ১ লক্ষ ৫২ হাজার মানুষ৷ গুজরাট রয়েছে পঞ্চম স্থানে৷ স্বাভাবিকভাবেই গোটা দেশের নিরিখে পশ্চিমবঙ্গের অবস্থান অনেকটা পিছনে থাকায় বেশ খানিকটা স্বস্তি মিলেছে রাজ্য প্রশাসনের৷
২০২৫ সালের মধ্যে এই রোগ নির্মূল করার অঙ্গীকার নিয়েছে কেন্দ্র৷ আর সেই লক্ষ্য পূরণে এবার প্রথম শ্রেণিতে থাকা বিজেপি শাসিত উত্তরপ্রদেশের ওপর বেশি গুরুত্ব বাড়াতে শুরু করেছে কেন্দ্র৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, ২০১৭ তুলনায় ২০১৮ সালে প্রায় ১৬% রোগীরকে হাসপাতালে নাম নথিভুক্ত করানো হয়েছে৷ গোটা বিশ্বে ২০৩০ সালের মধ্যে পৃথিবীতে যক্ষ্মামুক্ত করার টার্গেট নিয়েছে ইউনেস্কো৷ আর মাত্র ছ’বছর আগে গোটা ভারত থেকে যক্ষ্মা নির্মূলে ডাক দিয়েছে কেন্দ্র৷ সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলেই মনে করা হচ্ছে৷