কলকাতা: এবার যাতে সাধারণ মানুষ সরাসরি ছবি সহ অভিযোগ জানাতে পারে, তার জন্য সি-ভিজিল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন। ১০ মার্চ ভোট বিজ্ঞপ্তি ঘোষণার দু-একদিন পর থেকে তা চালু হয়। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই অ্যাপে খুবই ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত অভিযোগ জানানোর নিরিখে এক নম্বরে রয়েছে কেরল। দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, তৃতীয় অন্ত্রপ্রদেশ, আর পশ্চিমবঙ্গ রয়েছে চতুর্থ স্থানে।
তবে অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ তৃতীয় স্থানে রয়েছে। সি-ভিজিল অ্যাপের অন্যতম শর্ত হল, অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা নিতে হবে। কী ব্যবস্থা নেওয়া হল, তা জানাতে হবে। কেরলে অভিযোগ জমা পড়েছে ১১০৫৮টি। যার মধ্যে ৮৮ শতাংশ অভিযোগের সমাধান করেছে কমিশন। মধ্যপ্রদেশ থেকে ৪৮০৪টি অভিযোগ জমা পড়েছে। তার ৭৯ শতাংশের নিষ্পত্তি করা হয়েছে। তৃতীয় স্থানে থাকা অন্ধ্রপ্রদেশের অভিযোগের সংখ্যা ৪৩৩৮। তবে ওই রাজ্যের অভিযোগ নিষ্পত্তির হার কম। নিষ্পত্তি হয়েছে ৫০ শতাংশ। অভিযোগ জমা পড়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ চতুর্থ হলেও, এখানে নিষ্পত্তির হার বেশি। রাজ্যে অভিযোগ জমা পড়েছে ৩০৭৬টি, আর নিষ্পত্তির হার হল ৬৫ শতাংশ।