ভোটের উত্তাপেও ফের দেশের শীর্ষে বাংলা

নয়াদিল্লি: কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় আটটি লোকসভা আসনে ভোট গ্রহণ শেষ। এরাজ্যে চতুর্থ দফার ভোটে আট আসনের জন্য ৫৫৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে বুথ পাহারার কাজে লাগানো হয়। কিন্তু, তার পরও গুলি-সংঘর্ষ-ছাপ্পার অভিযোগে সরগরম চতুর্থ দফার নির্বাচন৷ বিক্ষিপ্ত অশান্তির মাঝেও দেশের নিরিখে ফের শীর্ষে উঠল বাংলা৷ আজ, গোটা দেশজুড়ে ৯ রাজ্যে ৭২ আসনে

b578024e017beb1ca57aae94c53b5823

ভোটের উত্তাপেও ফের দেশের শীর্ষে বাংলা

নয়াদিল্লি:  কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় আটটি লোকসভা আসনে ভোট গ্রহণ শেষ। এরাজ্যে চতুর্থ দফার ভোটে আট আসনের জন্য ৫৫৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে বুথ পাহারার কাজে লাগানো হয়। কিন্তু, তার পরও গুলি-সংঘর্ষ-ছাপ্পার অভিযোগে সরগরম চতুর্থ দফার নির্বাচন৷ বিক্ষিপ্ত অশান্তির মাঝেও দেশের নিরিখে ফের শীর্ষে উঠল বাংলা৷

আজ, গোটা দেশজুড়ে ৯ রাজ্যে ৭২ আসনে ভোট নেওয়া হয়৷ সব মিলিয়ে আজ ভোট পড়েছে মাত্র ৫০.০৬ শতাংশ৷ দেশে ৫০ শতাংশ ভোট পড়লেও নয় রাজ্যে সব থেকে বেশি ভোট পড়েছে বাংলায়৷ সব মিলিয়ে বাংলায় ভোট পড়েছে ৭৬.৪৭ শতাংশ৷ বিহারে ৫৩.৬৭ শতাংশ, মধ্যপ্রদেশে ভোট পড়েছে ৬৫.৮৬শতাংশ, মহারাষ্ট্রে ৫১.০৬শতাংশ,ওড়িশায় ৬৪.০৫শতাংশ, রাজস্থানে ৬২.৬৪শতাংশ, উত্তরপ্রদেশে ৫৩.১২শতাংশ ও ঝাড়খণ্ডে ৬৩.৪০শতাংশ ভোট পড়েছে৷

বিকেল ৫টা পর্যন্ত বহরমপুরে ৭৬.১৬%, কৃষ্ণনগরে ৭৬.৫৫%, রানাঘাটে ৭৮.৩৩%, বর্ধমান পূর্বে ৭৬.৯২%, বর্ধমান-দুর্গাপুরে ৭৫.৩১%, আসানসোলে ৭৩.৬৪%, বোলপুরে ৭৭.৯৫%, বীরভূমে ৭৬.৬৯% ভোট পড়ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *