ষষ্ঠা দফার ভোটের উত্তাপে পুড়ল বাংলা, কেন এড়ান গেল না অশান্তি?

কলকাতা: ষষ্ঠ দফার নির্বাচনেও এড়ান গেল না অশান্তি। ফের রক্তাক্ত হল বাংলা। বুথ জ্যাম, ছাপ্পা ভোট, ইভিএম ভাঙচুরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। পালটা অভিযোগ বিজেপির। বুথ জ্যাম, ছাপ্পা ভোট, ইভিএম ভাঙচুর, সংবাদমাধ্যমের উপর হামলার অভিযোগে দিনভর উত্তপ্ত রইল বাঁকুড়া থেকে মেদিনীপুর৷ ভোট দিতে গিয়ে আক্রান্ত হন ভোটাররাও। বাঁকুড়ার দুল্লপুরে বিজেপি কর্মীকে মারধর, ধারালো অস্ত্রদিয়ে আঘাতের অভিযোগ।

ষষ্ঠা দফার ভোটের উত্তাপে পুড়ল বাংলা, কেন এড়ান গেল না অশান্তি?

কলকাতা: ষষ্ঠ দফার নির্বাচনেও এড়ান গেল না অশান্তি। ফের রক্তাক্ত হল বাংলা। বুথ জ্যাম, ছাপ্পা ভোট, ইভিএম ভাঙচুরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। পালটা অভিযোগ বিজেপির। বুথ জ্যাম, ছাপ্পা ভোট, ইভিএম ভাঙচুর, সংবাদমাধ্যমের উপর হামলার অভিযোগে দিনভর উত্তপ্ত রইল বাঁকুড়া থেকে মেদিনীপুর৷

ভোট দিতে গিয়ে আক্রান্ত হন ভোটাররাও। বাঁকুড়ার দুল্লপুরে বিজেপি কর্মীকে মারধর, ধারালো অস্ত্রদিয়ে আঘাতের অভিযোগ। বিরোধী এজেন্টদের বের করে, বুথ জ্যাম করে পুলিসের উপস্থিতিদের ছাপ্পা দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বাঁকুড়ার ছাতনায় বুথের কাছেই এক ভোটারকে ইট দিয়ে মেরে মাথা ও মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

বাঁকুড়ার ছাতনায় আধাসেনার ও প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতে বুথ ভাঙচুর ও বিজেপি পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাঁকুড়ার আশ্রমপাড়ায় বিজেপি তৃণমূল সংঘর্ষ। আশ্রমপাড়ার ১৭৫, ১৭৬ নং বুথে ভোটারদের ভোট দিতে না দেওয়া, বুথ জ্যামের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পালটা অভিযোগ বিজেপির। অভিযোগ পালটা অভিযোগের জেরে শুরু হয় দু-পক্ষের সংঘর্ষ, ইটবৃষ্টি।

তমলুক লোকসভা কেন্দ্রের বাকচাতে ব্যাপক বোমাবাজি। বিভিন্ন বুথে পরিদর্শনে যান তৃণমুল প্রার্থী দিব্যেন্দু অধিকারী। বড়জোড়ার এক বুথে বিজেপির এজেন্টকে বুথে ঢুকতে বাধা, ছাপ্পা ও বিজেপির এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বহিরাগতদের নিয়ে গিয়ে বিজেপি কর্মীদের মারধর, বুথ ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুনর্নির্বাচনের দাবি জানানো হয়।

খণ্ডঘোষের ১১৮ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল এজেন্টের বিরুদ্ধে। ওয়েব কাস্টিংয়ে অভিযোগ প্রমাণিত হওয়ার পরই সরিয়ে দেওয়া হয় প্রিসাইডিং অফিসারকে। বিষ্ণুপুরের কতুলপুরে লাউগ্রামে ২৪৭, ২৪৮ নম্বর বুথে ছাপ্পাভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের খেজুরির পানখাইতে ভোট দিতে যাওয়ায় বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। বিষ্ণুপুরের কতুলপুরের পশ্চিমবলরামপুরে ২৪৩ ভোটারদের ভোটদিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রায় ১০০ ভাগ বুথে আধাসেনার মোতায়েনের পরও বিক্ষিপ্ত অশান্তি জেলায় জেলায়। প্রশ্নের মুখে কমিশনের ভূমিকা।

বিকেল ৫টা পর্যন্ত গড়ে ভোট পড়েছে ৭৯.৯৩%৷ তমলুকে ৮২.৯৯%, কাঁথিতে ৮০.০৬%, ঘাটালে ৮০.৩৫%, ঝাড়গ্রামে ৮১.৬৮%, মেদিনীপুরে ৭৮.১৭%, পুরুলিয়ায় ৭৮.৬৪%, বাঁকুড়ায় ৭৫.৬৮%, বিষ্ণুপুরে ৮১.৯%।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *