কোচবিহার: রবিবার ফের উত্তরবঙ্গে প্রচারযুদ্ধে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার দুপুরে মোদি শিলিগুড়িতে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রীকে ‘স্পিড ব্রেকার’ বলে কটাক্ষ করেছিলেন। কয়েক ঘণ্টার মধ্যেই কোচবিহারের দিনহাটার সভা থেকে তার জবাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মোদি ও মমতার সেই বাকযুদ্ধ ভোটের বাজারে সাড়া ফেলে দেয়। তার চারদিনের মাথায় ফের উত্তরবঙ্গে একই দিনে সভা করবেন মোদি ও মমতা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ এপ্রিল কোচবিহার রাসমেলার ময়দানে সকাল ১০ টায় প্রধানমন্ত্রী সভা করবেন।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ওই দিনই ময়নাগুড়ির চূড়াভান্ডারে মুখ্যমন্ত্রী দুপুর ১টায় সভা করবেন। সেদিনই ফালাকাটাতেও তাঁর সভা রয়েছে। প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি চূড়াভান্ডারের ওই ময়দানেই প্রধানমন্ত্রী সভা করেছিলেন। ভিড়ে ঠাসা সভায় তিনি তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছিলেন। তার ঠিক দু’মাসের মধ্যেই মুখ্যমন্ত্রীর সভার জন্য ওই মাঠকেই বেছে নেওয়া হয়েছে। সেই চূড়াভান্ডার থেকে মুখ্যমন্ত্রী জবাবি ভাষণে কি বলেন সেদিকেই সকলের নজর রয়েছে।