ভোটের খরচ তুলতে নিজের জার্সি নিলামে তুললেন বাইচুং

সিকিম: নির্বাচনে লড়াই করার জন্য নিজের প্রিয় দুটি জার্সি নিলাম করছেন বাইচুং ভুটিয়া। ভারতীয় ফুটবল দল প্রাক্তন অধিনায়ক নিজের দল করেছেন। হামারো সিকিম পার্টি এই প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। খরচ তুলতে নিজের দুটি জার্সি নিলামে তুললেন কলকাতা ময়দানের ‘পাহাড়ি বিছে’। দুটি জার্সির মধ্যে, একটি পরে রাষ্ট্রসঙ্ঘ আয়োজিত ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি৷ অন্যটি পরে খেলেছিলেন জীবনের

ভোটের খরচ তুলতে নিজের জার্সি নিলামে তুললেন বাইচুং

সিকিম: নির্বাচনে লড়াই করার জন্য নিজের প্রিয় দুটি জার্সি নিলাম করছেন বাইচুং ভুটিয়া। ভারতীয় ফুটবল দল প্রাক্তন অধিনায়ক নিজের দল করেছেন। হামারো সিকিম পার্টি এই প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। খরচ তুলতে নিজের দুটি জার্সি নিলামে তুললেন কলকাতা ময়দানের ‘পাহাড়ি বিছে’।

ভোটের খরচ তুলতে নিজের জার্সি নিলামে তুললেন বাইচুংদুটি জার্সির মধ্যে, একটি পরে রাষ্ট্রসঙ্ঘ আয়োজিত ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি৷ অন্যটি পরে খেলেছিলেন জীবনের শেষ ম্যাচ৷ জিদান থেকে শুরু করে ফিগোর মতো বিশ্ববিখ্যাত ফুটবলারদের স্বাক্ষর রয়েছে তাতে৷ টুইটারে বাইচুং লিখেছেন, ‘বন্ধুরা আমরা সিকিমে একটা রাজনৈতিক দল তৈরি করেছি। দেশের অন্য রাজ্যগুলির মতো সিকিমেও বেকারত্ব থেকে শুরু করে কৃষকদের সমস্যা আছে। আছে দুর্নীতিও। এ সবের বিরুদ্ধে লড়তে আপনাদের সমর্থন চাই৷’’ জানা গিয়েছে, বাইচুংয়ের দল হামারো সিকিম রাজ্যের ৩২টি বিধানসভা কেন্দ্র ও একটি লোকসভা কেন্দ্রে প্রার্থী দেবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 5 =