১৮ রাজ্যে খারাপ ফল, তবুও জয়ের আনন্দে আত্মহারা বঙ্গ বিজেপি!

কলকাতা: সম্মান রক্ষার লড়াইয়ে খুব ভালো ফল করেনি বিজেপি৷ মহারাষ্ট্র বিজেপির দখলে থাকলেও হরিয়ানা হাতছাড়া হওয়ার মুখে৷ গতবারের তুলনায় এবার কম ভোট আসন পেয়ে বিজেপি-শিবসেনা জোট৷ বিজেপি-শিবসেনা জোটের আসন কমেছে ২৬টি৷ কংগ্রেস-এনসিপি জোটের আসন বেড়েছে ১৭টি৷ রিয়ানায় গতবারের তুলনায় অন্তত ৭টি আসন কম এসেছে বিজেপির দখলে৷ ম্যাজিক ফিগার থেকে মাত্র ছ’টি আসনের দূরত্বে থেকে গিয়েছে

imagesmissing

কলকাতা: সম্মান রক্ষার লড়াইয়ে খুব ভালো ফল করেনি বিজেপি৷ মহারাষ্ট্র বিজেপির দখলে থাকলেও হরিয়ানা হাতছাড়া হওয়ার মুখে৷ গতবারের তুলনায় এবার কম ভোট আসন পেয়ে বিজেপি-শিবসেনা জোট৷ বিজেপি-শিবসেনা জোটের আসন কমেছে ২৬টি৷ কংগ্রেস-এনসিপি জোটের আসন বেড়েছে ১৭টি৷ রিয়ানায় গতবারের তুলনায় অন্তত ৭টি আসন কম এসেছে বিজেপির দখলে৷ ম্যাজিক ফিগার থেকে মাত্র ছ’টি আসনের দূরত্বে থেকে গিয়েছে বিজেপির বিজয় রথ৷ ১৮ রাজ্যের নির্বাচনের খারাপ ফল করেছে বিজেপি৷ কিন্তু, তারপরেও সাফল্যের দাবি জানিয়ে উল্লাসে মাতল বঙ্গ বিজেপি৷

বৃহস্পতিবার সকালে শুরু হয় দুই রাজ্যের ভোটগণনা৷ সময় গড়াতে বোঝাযায় মহারাষ্ট্রে বিজেপি ফের সরকার গড়ছে৷ হাতছাড়া হচ্ছে হরিয়ানা৷ দু’টি বিধানসভায় বিজেপির দখল থাকলেও মাত্র একটি রাজ্যে জয়ের খবর পেয়ে বঙ্গ বিজেপির রাজ্য অফিসের নেতা-কর্মীরা আনন্দে ভাসতে শুরু করেন৷ সকাল ১০টা নাগাদ রাজ্য বিজেপির সদর দপ্তরের সামনে জমায়েত করতে শুরু করেন বিজেপির কর্মীরা৷ তবে, বিজেপির ভোট ফলাফল গতবারের থেকে কম হওয়া সত্ত্বেও বিজেপি কর্মীদের আন্দনে জল ঢেলে দেন ‘বরুণ দেবতা!’ বৃষ্টি থামিয়ে দেয় খারাপ ফলের জয়ের আনন্দে৷ তবে বেলা গড়াতেই মহারাষ্ট্রের জয়ের আনন্দে মাতলেন বিজেপির কর্মীরা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহের ছবি নিয়ে উল্লাস শুরু করেন বিজেপি কর্মীরা৷ বাজি ফাঁটিয়েও দলের জয়ের আনন্দে মেতে ওঠেন বিজেপি কর্মীরা৷

উত্তর কলকাতার বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, দল আমাদের কাছে একটা পরিবার৷ তাই পরিবারের অন্য সদস্যদের জয়ের আনন্দে আমরা আজ আনন্দিত৷ মহারাষ্ট্র ও হরিয়ানায় জয়ী সব বিধায়কদের অভিনন্দন জানানোর জন্য আমরা রাজ্য সদর দপ্তরের সামনে উল্লাস প্রকাশ করলাম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *