বাদের খাতায় শোভন? দায়িত্বে সব্যসাচী! মমতার কেন্দ্রে নয়া ছক বিজেপির

কলকাতা: মমতার কেন্দ্রে মুকুল ঘনিষ্ঠ সব্যসাচী দত্তের উপর গুরুদায়িত্ব পাচাতে চলেছে বঙ্গ বিজেপি শিবির৷ রাজ্য বিজেপির গান্ধী সংকল্প পদযাত্রায় সব্যসাচীকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে খবর৷ তবে, সব্যসাচীর নিজের এলাকার বাইরে দায়িত্ব দেওয়া ঘিরে দলের অন্দরে উঠতে শুরু করেছে প্রশ্ন৷ গান্ধীকে সামনে রেখে অক্টোবর মাসে সংকল্প যাত্রা শুরু করছে রাজ্য বিজেপি৷ সেই পদযাত্রাকে বিধাননগরের প্রাক্তন মেয়রকে

3 stocks recomended

কলকাতা: মমতার কেন্দ্রে মুকুল ঘনিষ্ঠ সব্যসাচী দত্তের উপর গুরুদায়িত্ব পাচাতে চলেছে বঙ্গ বিজেপি শিবির৷ রাজ্য বিজেপির গান্ধী সংকল্প পদযাত্রায় সব্যসাচীকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে খবর৷ তবে, সব্যসাচীর নিজের এলাকার বাইরে দায়িত্ব দেওয়া ঘিরে দলের অন্দরে উঠতে শুরু করেছে প্রশ্ন৷

গান্ধীকে সামনে রেখে অক্টোবর মাসে সংকল্প যাত্রা শুরু করছে রাজ্য বিজেপি৷ সেই পদযাত্রাকে বিধাননগরের প্রাক্তন মেয়রকে দায়িত্ব দিচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব৷ ঠিক হয়েছে, দক্ষিণ কলকাতার দায়িত্ব দেওয়া হবে সব্যসাচীকে৷ খোদ মুখ্যমন্ত্রীর লোকসভায় সব্যসাচী দত্তের নেতৃত্বে বিজেপির পদযাত্রা আয়োজন করা হবে বলে খবর৷

বিজেপিতে নতুন দায়িত্ব প্রসঙ্গে সব্যসাচী দত্তের মন্তব্য, দল আমাকে মমতার কেন্দ্রের দায়িত্ব দিচ্ছে৷ দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে ১৫০ কিমি পদযাত্রা করার লক্ষ্যমাত্রা রয়েছে৷ দলের নির্দেশ মতো আমি দায়িত্ব পালন করব৷
তবে প্রশ্ন উঠছে, সব্যসাচী দত্তকে দক্ষিণ কলকাতার দায়িত্ব দিয়ে শোভন চট্টোপাধ্যায়কে ছেটে ফেলার প্রক্রিয়া শুরু করল রাজ্য বিজেপি?

জানা গিয়েছে, শোভনকে কার্যত বাদ রেখে দক্ষিণ কলকাতায় মুকুল ঘনিষ্ঠ সব্যসাচী দত্তকে দায়িত্ব দেওয়া হচ্ছে৷ ডায়মন্ডহারবারে দায়িত্ব পাচ্ছেন রাজ্যসভার সাংসদ রুপা গঙ্গোপাধ্যায়৷ যাদবপুরের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে৷ দক্ষিণ ২৪ পরগনার কোনও লোকসভা কেন্দ্রে শোভনকে কাজে লাগাচ্ছে না বিজেপি৷ কাননের দক্ষিণ ২৪ পরগনার বাগানে তাঁকে বাদদিয়ে পদযাত্রার কর্মসূচি সাজিয়েছে রাজ্য বিজেপি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =